ময়দানী ক্রিকেট

ডান হাতের আঙুলে চোট নিয়েও লিগ ফাইনালে শতরান ঋতম পোড়েলের।

আজ এতো কিছুর মধ্যেও যেন নীরব নায়ক ঋতম। সূত্র মারফত জানা গিয়েছে যে ডান হাতের মধ্যমাতে একটি ফ্র্যাকচার হয়েছে তার। এতো সত্ত্বেও নিজের ইনিংসকে টেনে নিয়ে গিয়েছেন ঋতম পোড়েল।
বারাসাতের চাঁপাডালি মোড় থেকে টাকি রোড বরাবর যেতে গিয়ে অক্সিলিয়াম কনভেন্ট স্কুলের ঠিক পাশে একটি ফাঁকা মাঠ এখন সজ্জিত হয়েছে অত্যাধুনিক নেট এবং ক্রিকেট প্র্যাক্টিসের সরঞ্জামে। আর এখানেই ক্রিকেটার তৈরির কাজে মন দিয়েছেন বাংলা এবং রেলওয়েজ দলের হয়ে রনজি ট্রফি খেলা ক্রিকেটার অরিন্দম ঘোষ। অরিন্দম খেলেছেন কলকাতা নাইট রাইডার্স দলেও।
দেশবন্ধু পার্কে ফার্স্ট ডিভিশন কোয়ার্টার ফাইনালে মোহনবাগান এবং টাউনের মধ্যে ম্যাচের ভাগ্য দুলছিল পেন্ডুলামের মতো।
তার ২১৮ রানের ইনিংসই মহামেডান ক্লাবের ৫০২ রান সফলভাবে তাড়া করার অন্যতম স্তম্ভ হয়ে দাঁড়ায়। আজ মূলত ব্যাটারদের মুন্সীয়ানায় লিগের সেমিফাইনালে মহামেডান।
দেশবন্ধু পার্ক মাঠে সিএবির সুপার ডিভিশনের প্রি-কোয়ার্টার ফাইনালে মুখোমুখি হয়েছিল বরিষা স্পোর্টিং এবং খিদিরপুর স্পোর্টিং।
মে মাসের প্রথম সপ্তাহ থেকেই শুরু হয়ে গেল সিএবি সুপার ডিভিশন লিগের নকআউট স্তরের খেলা। প্রথম রাউন্ডে চারটি বড়ো দল প্রত্যাশামাফিক জয়লাভ করে অর্জন করল কোয়ার্টার ফাইনাল খেলার যোগ্যতা।
১২ই মার্চ থেকে ৯ই এপ্রিল,২৭ দিন ধরে দমদম ক্লাবের মাঠে অনুষ্ঠিত হয়েছিল অনুর্ধ-১৩ ছেলেদের নিয়ে লিটল মাস্টার্স কাপ।
গতকাল গোয়েশপুর স্টেডিয়ামে খিদিরপুর স্পোর্টিংকে কার্যত উড়িয়ে দিয়ে সিএবির সুপার ডিভিশনে খেলার যোগ্যতা অর্জন করেছে মহামেডান স্পোর্টিং।
উৎপল চ্যাটার্জী ক্রিকেট অ্যাকাডেমির হয়ে খেলছিলেন উৎপল চ্যাটার্জীর পুত্র সাইরাস চ্যাটার্জী এবং জর্জ টেলিগ্রাফের হয়ে মাঠে নেমেছিলেন সৌরাশিস লাহিড়ীর পুত্র শ্রেয়াংশ লাহিড়ী।
সঙ্গে থাকুন