ডান হাতের আঙুলে চোট নিয়েও লিগ ফাইনালে শতরান ঋতম পোড়েলের।

ইডেন গার্ডেন্সে বর্তমানে গোলাপি বলে দিন-রাতের ফরম্যাটে চলছে কালীঘাট এবং টাউনের মধ্যে সিএবির প্রথম ডিভিশন লিগ ফাইনাল।

টসে হেরে প্রথমে ব্যাট করতে নেমে প্রথমে রাণজ্যোৎ খাইরাকে হারালেও শ্রেয়াংশ ঘোষকে নিয়ে একটি ভালো পার্টনারশীপের লক্ষ্যে এগিয়ে চলেন সুদীপ কুমার ঘরামি। এরপর ঘোষ(২৬) এবং শুভম চ্যাটার্জী(১) পরপর আউট হলে খেলা ধরার দায়িত্ব পরে সুদীপ কুমার ঘরামি এবং ঋতম পোড়েলের ওপর।

সুদীপ যেমন শুরু থেকেই ছিলেন আক্রমণাত্মক, তেমনই ঋতম ছিলেন ধৈর্যশীল। টাউন ক্লাব যখন একদিকে সুজিত যাদব এবং অপরদিকে শ্রেয়ান চক্রবর্তীকে দিয়ে ঘূর্ণি আক্রমণ চালাচ্ছে তখন ক্লাব হাউস প্রান্ত থেকে আসা স্পিনারদের বেশিরভাগ সময় মূলত সামনের পায়ে ব্যাট করে তাঁদের নির্মূল করেন ঋতম এবং সময়মতো মারছিলেন বাউন্ডারি শটও। উল্টোদিকে সুদীপ কুমার ঘরামি সুইপ, পুল এবং ইনসাইড আউট খেলে ব্যক্তিগত ১৮৫ রান করেন স্বছন্দভাবেই।

আজ এতো কিছুর মধ্যেও যেন নীরব নায়ক ঋতম। সূত্র মারফত জানা গিয়েছে যে ডান হাতের মধ্যমাতে একটি ফ্র্যাকচার হয়েছে তার। এতো সত্ত্বেও নিজের ইনিংসকে টেনে নিয়ে গিয়েছেন ঋতম পোড়েল। প্রায় একটা গোটা দিন ব্যাট করে একটা অসাধারণ স্থিরতার সঙ্গে ১০৫ রানের ইনিংস খেলেছেন পোড়েল।

 

বর্তমানে তৃতীয় দিন শুরুর আগে কালীঘাট ৪৩৮/৮। ক্রিজে রয়েছেন কৌশিক মাইতি(৪৬)। ঋতম-ঘরামির ব্যাটে ভরসা করে বোর্ডে বড়ো রান তুলেছে কালীঘাট।