চলতি মরশুমে দুরন্ত পারফরমেন্স করেছে বি. এন. আর। অবিনাশ কুমার, সৌম্যব্রত নাথের ব্যাটিং, নারায়ণ রানা-অনন্ত সাহার বোলিং রেলওয়ের এই দলকে আজ তুলে দিয়েছে সুপার ডিভিশনে। এছাড়াও কোচ হিসেবে দেবব্রত পাল, সহকারী কোচ অরিন্দম রায় এবং ইন-চার্জ অভিষেক মুখোপাধ্যায় পালন করেছেন বিশেষ ভূমিকা। একসময় যে বি. এন. আর দল পয়েন্ট টেবিলে থাকতো ওপরের দিকে আজ তারা আবার যেন কিছুটা ফিরে পেল তাদের হারানো গৌরব।
আজ তাঁর দল হৃতগৌরব ফিরে পাওয়ার দিনে সরাসরি পাওয়া গেল তাঁকে। আজ লিস্ট দেখলে দেখা যাবে বি. এন. আরের তৃতীয় সর্বোচ্চ রান সংগ্রাহক এবং দ্বিতীয় সর্বোচ্চ উইকেটশিকারী তিনি। তিনি অনির্বাণ গুপ্ত। দলের সুপার ডিভিশনে ওঠার দিন সরাসরি পাওয়া গেল ময়দানের ‘ঢোলদা’কে।
প্রশ্ন:- এইবছর দল এতো ভালো খেলছে। কি বলবে?
অনির্বাণ:- আমি আগের কথাই বলি। একসময় আমরা চ্যাম্পিয়নও হয়েছি। শেষ কিছু বছর ধরে নিখিল গুহ স্যার রয়েছেন যিনি আমাদের ক্লাবের সেক্রেটারি এবং ডেপুটি সেক্রেটারি টু জি. এম। এছাড়াও আছেন প্রণব রায়চৌধুরী যিনি খেলার সব ইভেন্ট দেখেন, এতে আমাদের উপকার হয়েছে। আমরা খেলোয়াড়রা সবাই মিলে চেষ্টা করেছি এবং এখন আমাদের লক্ষ্য হলো তিন দিনের খেলাগুলোতেও ভালো করার। মরশুমের প্রস্তুতির জন্য আমাদের নিজস্ব ট্যার্ফ তৈরী করা হচ্ছে এবং নিজস্ব ক্যান্টিন হয়েছে যাতে বাইরের খাবার আমাদের না খেতে হয়।
প্রশ্ন:- বাদশাদা(অবিনাশ কুমার) ভালো খেললো, এই বছর ক্লাবের সর্বোচ্চ রানসংগ্রাহক। এই বছর তুমি তাঁকে ক্যাপ্টেন্সিও ছেড়ে দিলে।
অনির্বাণ:- বাদশা অনবদ্য খেলছে। একটা সেঞ্চুরি করেছে, এছাড়াও ভালো রান করছে। এছাড়া অনন্ত উইকেট পেয়েছে প্রচুর। নারায়ণ রানা, মন্টিও ভালো উইকেট পেয়েছে। বিশাল, সৌম্যব্রত রান পেয়েছে। আমি নিজেও দলের প্রয়োজনে খেলেছি ঠিকঠাক। এছাড়াও আর একজন আছে তাঁর নাম শুভম চন্দ্র। হয়তো বেশি খেলেনি, কিন্তু অসাধারণ টিমম্যান।
প্রশ্ন:- এইবছর বিএনআরের তৃতীয় সর্বোচ্চ রানসংগ্রাহক এবং দ্বিতীয় সর্বোচ্চ উইকেটশিকারি তুমি। কিভাবে মোটিভেশন পাও?
অনির্বাণ:- ক্রিকেট আমার অক্সিজেন। ক্রিকেট ভালোবাসি খুব দূরের কথা, যখন ক্রিকেট নিশ্বাসের মধ্যে থাকে, তখন অন্যরকম হয়। আমি মনে করি দলের জন্য পারফরমেন্স করা আমার প্যাশন।
প্রশ্ন:- এইবছর তিনজন বাঁহাতি থাকা কি একটা বাড়তি সুবিধা?
অনির্বাণ:- দেখো দুজন বাঁহাতি তো আছেই এছাড়া মন্টি, আমাদের চায়নাম্যান আছে যে উল্টো বল করতে পারে। এছাড়াও ময়াঙ্ক আছে যে ব্যাটিংয়ের পাশাপাশি অফস্পিন ভালো করে যেটা আমাদের বিপক্ষের বাঁহাতিদের সামনে খুব কাজে লাগে।
প্রশ্ন:- এবার কি পেস বোলিংটা একটু দুর্বল স্পিনারদের তুলনায়?
অনির্বাণ:- সেটা বলতে পারো। অনন্ত আছে, সত্য আছে কিন্তু স্পিনটা বেশী ভালো। আমাদের মিডল অর্ডার ব্যর্থ হচ্ছে ওটা আমাদের একটু চিন্তা।
Lovely vai ???? thank you so much, SAPTAK darun likhecho .