১৪২৬ দিন পর চিদম্বরম স্টেডিয়ামে আই পি খেলতে নামছে চেন্নাই সুপার কিংস। ঘরের মাঠে ধোনিদের প্রতিপক্ষ লক্ষ্মৌ সুপার জায়ান্টস যারা প্রথম ম্যাচে দিল্লী ক্যাপিট্যালসকে ৫০ রানে হারিয়ে রাজকীয় ভঙ্গিমায় আই পি এল অভিযান শুরু করেছে।গত বছর আই পি এল এ সদ্যোজাত লক্ষ্মৌর বিরুদ্ধে প্রথমে ব্যাট করে ২১০ তুলেও হেরে যাওয়ার স্মৃতি এখনও টাটকা ধোনিদের কাছে।বদলার ম্যাচে তাদের প্রধান কাঁটা ডেথ ওভার বোলিং।গত ম্যাচে ঋতুরাজ গাওকোয়ার এর দাপটে লড়াই করার মত স্কোর খাড়া করেও চেন্নাইয়ের হারের মূলে শেষের দিকের বোলিং ব্যর্থতা।
চেন্নাইয়ের আবহাওয়া এখন রীতিমতো উষ্ণ ও শুস্ক।এই পরিবেশ স্পিনারদের পক্ষে অনুকূল এবং চিপকের অপেক্ষাকৃত স্লো টার্নারে বরাবরই স্লো বোলাররাই বাজিমাত করে এসেছে। ঘরের মাঠে সি এস কে এর সাফল্যের পরিসংখ্যান অবশ্য ঈর্ষণীয়।৫৬ ম্যাচে চল্লিশ জয়ের ইতিহাস দিয়ে অবশ্য আজকের ম্যাচের ভবিতব্য বিচার করতে যাওয়া মুর্খামি হবে।মার্ক উড প্রথম ম্যাচে যেরকম আগুন জ্বালিয়েছেন চেন্নাই ব্যাটিং লাইনআপ আপ তার বিরুদ্ধে আজ বাড়তি সতর্ক না হলে বিপর্যয় অবশ্যম্ভাবী। ঋতুরাজ ছাড়া টপ অর্ডারের বাকীরা প্রথম ম্যাচে ব্যর্থ হলেও চার বছর পর ঘরের মাঠে প্রত্যাবর্তন যদি হলুদ বাহিনীকে নিজেদের ছাপিয়ে যেতে উদ্দীপিত করে অবাক হব না।