জোনাল ট্রফিতে বাংলার ৪


২০১৭-১৮ সালের পরে এই বছর পুনরায় অনুষ্ঠিত হতে চলেছে বিসিসিআইয়ের মহিলাদের আন্তঅঞ্চলীয় টিটোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্ট।
এই প্রতিযোগিতাটি মোট ৬টি দলের মধ্যে ১৬টি ম্যাচে বিভক্ত হয়েছে। ৮ই নভেম্বর শুরু হয়ে ১৬ই নভেম্বর পর্যন্ত চলবে এই টুর্নামেন্ট।


মোট ৬টি অঞ্চল থেকে দল তৈরী করা হয়েছে এবং তার মধ্যে রয়েছে উত্তরাঞ্চল, দক্ষিনাঞ্চল, পূর্বাঞ্চল, পশ্চিমাঞ্চল, মধ্যঞ্চল এবং উত্তর-পূর্বাঞ্চল।
প্রসঙ্গত পূর্বাঞ্চলের দলে বাংলা থেকে নির্বাচিত হয়েছেন বাংলার চার ক্রিকেটার। মিতা পাল, প্রিয়াঙ্কা বালা, সুকন্যা পরিদা এবং সাইকা ইশহাক রয়েছেন এই দলে। পূর্বাঞ্চল অধিনায়ক করা হয়েছে মাধুরী মেহতাকে। এছাড়াও রয়েছেন রশ্মি দে, ঝুমকি দেবনাথ, প্রিয়াঙ্কা প্রিয়দর্শীর মতো নামী ক্রিকেটার।
হ্যার্লিন দেওলকে অধিনায়ক করে এবং প্রিয়া পুনিয়া, তানিয়া ভাটিয়া, সুশমা ভার্মার মতো খেলোয়াড়কে নিয়ে দুরন্ত শক্তিশালী উত্তরাঞ্চল। পুনম যাদব এবং যস্তিকা ভাটিয়া যথাক্রমে অধিনায়ক হয়েছেন মধ্যঞ্চল এবং পশ্চিমাঞ্চলের।
উল্লেখ্য পূর্বাঞ্চলের ফিটনেস পরামর্শদাতা হিসেবে থাকছেন বাংলার সমীরণ নাগ।