অনুষ্টুপ-মুকেশের দাপটে ঝাড়খন্ডকে হারালো বাংলা।


যাদবপুর ইউনিভার্সিটির সল্টলেক প্রাঙ্গনে বর্তমানে বাংলা খেলছে ঝাড়খন্ডের বিরুদ্ধে প্র্যাক্টিস ম্যাচ।
আজ টসে জিতে ব্যাট করতে নেমে ওপেনার অভিমন্যু ঈশ্বরণ এবং অভিষেক পোড়েল, ঝাড়খণ্ডী বোলার বিশাল বিকাশের বলে আউট হয়ে ফিরে যাওয়ার পরে বাংলার হাল ধরেন দুই অভিজ্ঞ অনুষ্টুপ মজুমদার এবং মনোজ তিওয়ারি। দুজনের মধ্যে পার্টনারশীপ হয় ১৪০ রানের। মনোজ ৫২ রান করে আউট হন। উল্লেখ্য এরপর একমাত্র ঋত্বিক রায়চৌধুরী বাদে আর কারোর ইনিংসই সেইভাবে দানা বাঁধেনি। শাহবাজ আহমেদ ১ রান এবং ঋত্বিক চ্যাটার্জী ৬ রানে আউট হন। এরপর দলীয় ২০৪ রানের মাথায় অনুকূল রায়ের বলে অনুষ্ঠুপ মজুমদার ব্যক্তিগত ৯৬ রানে আউট হতেই তাসের ঘরের মতো ভেঙে পরে বাংলার ইনিংস। অগ্নিভ পান, প্রদীপ্ত প্রামাণিক, মুকেশ কুমার এবং আকাশদীপ স্কোরারদের একটুও কষ্ট না দিয়ে ফিরে যান এবং বাংলার ইনিংস ২২৫ রানে শেষ হয়।


ব্যাট করতে নামলে ঝাড়খন্ড মুকেশ কুমার চ্যালেঞ্জের সামনে আত্মসমর্পণ করে শুরু থেকেই। ব্যাট করতে নামা কুমার কুশগ্র এবং বিরাট সিংকে ফিরিয়ে দেন মুকেশ। এছাড়াও পঙ্কজ সিংকে ফেরানোর পরে মুকেশ ঝাড়খন্ডকে ৪৫-৪ অবস্থায় দাঁড় করান। এরপর ঝাড়খন্ড ইনিংসে কুমার দেওব্রত এবং সৌরভ তিওয়ারি কিছুটা পাল্টা লড়াই দেন। দেওব্রত করেন ৩২ এবং সৌরভ তিওয়ারি করেন ৪৪। বাংলার হয়ে মুকেশ কুমার ৫টি উইকেট নেন। শাহবাজ আহমেদ এবং সুজিত কুমার যাদব নেন ২টি করে উইকেট এবং ঋত্বিক চ্যাটার্জীর শিকার ছিল ১টি। ফলত ঝাড়খন্ড তাদের লক্ষ্য থেকে ৩৬ রান দূরে অর্থাৎ ১৮৯ রানে থেমে যায়।
আগামী ৯ই নভেম্বর, বিজয় হাজারে ট্রফির জন্য ঝাড়খন্ড রওনা দেবে বাংলা দল।