রবিবার সুপার টুয়েলভের ছিল শেষ ম্যাচ। এদিন দিনের শুরুতে নেদারল্যান্ডসকে কাছে দক্ষিণ আফ্রিকার হারেই নিশ্চিত হয় ভারতের সেমিফাইনাল। রোহিত শর্মাদের জন্য এই ম্যাচ ছিল নিয়ম রক্ষার। শুধু শেষ চারের প্রতিপক্ষ কে হবে সেটাই ছিল জানার।
সিডনিতে নিউজিল্যান্ড নাকি অ্যাডিলেডে ইংল্যান্ড। আর জিম্বাবোয়ের জন্য ছিল শুধুই আনুষ্ঠানিকতার, বিদায় নিশ্চিত হয়ে গিয়েছিল যে আগেই।
শেষ পর্যন্ত সূর্যকুমার যাদব(৬১) আর লোকেশ রাহুলের (৫১) ব্যটিং তাণ্ডবের সুবাদে গ্রুপ চ্যাম্পিয়ন হয়েই সেমিফাইনালে গেল ভারত, সেখানে তাদের প্রতিপক্ষ গ্রুপ ‘১’-এর রানার্সআপ ইংল্যান্ড। সুতরাং অ্যাডিলেডেই ভারতের প্রতিপক্ষ হচ্ছে ইংল্যান্ড।
মেলবোর্নে একপেশে ম্যাচে প্রথমে ব্যাট করে ৫ উইকেটে ১৮৬ রান তুলেছিল ভারত। রান তাড়া করতে নেমে ক্রেগ আরভিনরা গুটিয়ে যান ১১৫ রানে, ভারত জিতেছে ৭১ রানে।
১০ নভেম্বর টুর্নামেন্টের দ্বিতীয় সেমিফাইনালে ভারতের প্রতিপক্ষ ইংল্যান্ড। দিনের দ্বিতীয় ম্যাচে বাংলাদেশকে হারানো পাকিস্তান গ্রুপ রানার্সআপ হয়ে সেমিফাইনালে পেয়েছে নিউজিল্যান্ডকে।