বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ পয়েন্টস টেবিলে বড়ো রদবদল ভারতের জন্য

পাকিস্তানের মাটিতে আয়োজিত বেনো-কাদির ট্রফির শেষ টেস্টে অস্ট্রেলিয়ার কাছে ১১৫ রানে পরাভূত হয় পাকিস্তান দল। ফলস্বরূপ বেশ কিছু পরিবর্তন হয়েছে চলতি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্টস টেবিলে।

বেনো-কাদির ট্রফির শেষ টেস্ট জিতে পয়েন্টস টেবিলে শীর্ষস্থান ধরে রেখেছে অস্ট্রেলিয়া দল। কিন্তু এই সিরিজ হারের পর দুই ধাপ নিচে নেমেছে পাকিস্তান এবং এক ধাপ উঠে এসেছে ভারত।

বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে পয়েন্টস টেবিলের একটি বড়ো মাপকাঠি হলো পার্সেন্টেজ অফ পয়েন্ট বা পিসিটি। জয় করা পয়েন্টকে সেই টিমের খেলা ম্যাচের সর্বোচ্চ পয়েন্ট দিয়ে ভাগ করলে আসে পার্সেন্টেজ অফ পয়েন্ট (পিসিটি)। বর্তমানে ৮টি টেস্ট থেকে ৫টি জিতে ৭৫.০ পিসিটি নিয়ে শীর্ষে অস্ট্রেলিয়া। দ্বিতীয় স্থানে ৬০.০০ পিসিটি নিয়ে রয়েছে দক্ষিণ আফ্রিকা এবং ১২টি টেস্টের ৬টি জিতে এবং ২টি ড্র করে ৫৮.৩৩ পিসিটি নিয়ে তৃতীয় স্থানে ভারত। তৃতীয় টেস্টে হারের ফলে পাকিস্তানের পিসিটি নেমেছে ৫২.৩৮ এ। ফলে ৭টি টেস্টে ২টি হার থাকায় তারা দুই ধাপ নেমে চারে। পঞ্চম থেকে অষ্টম স্থানে যথাক্রমে রয়েছে শ্রীলঙ্কা, নিউজিল্যান্ড, বাংলাদেশ এবং ওয়েস্ট ইন্ডিজ। সবচেয়ে শোচনীয় অবস্থা ইংল্যান্ডের। ১৩টি ম্যাচ খেলে মাত্র একটি জিতে এবং ৭টি হেরে তারা ১২.৫ পিসিটিতে ১৮ পয়েন্ট নিয়ে রয়েছে সর্বশেষ স্থানে।