শীর্ষে ঝুলন

আবারও রেকর্ড বইতে ঝুলন গোস্বামী। আজ নিউজিল্যান্ড মহিলা দলের বিরুদ্ধে বিশ্বকাপে নিজেদের দ্বিতীয় ম্যাচ খেলতে নেমেছে ভারতীয় মহিলা দল।

প্রথমে ব্যাট করতে নেমে নিউজিল্যান্ড মহিলা দল ভারতীয় বোলারদের সামনে ২৬০ রানে তাদের ইনিংস শেষ করে।

এই ম্যাচে ভারতীয় বোলার ঝুলন গোস্বামী কিউই উইকেটরক্ষক কেট মার্টিনের উইকেট তুলে নেন এবং এই উইকেটের মাধ্যমেই তিনি হন মহিলা বিশ্বকাপে সর্বোচ্চ উইকেটশিকারী।

ম্যাচ শুরুর আগে ৩৮টি উইকেট নিয়ে তিনি এই লিস্টে দ্বিতীয় শ্রেষ্ঠ ছিলেন অস্ট্রেলিয়ার প্রাক্তন তারকা লিন ফুলস্টোনের সঙ্গে। আজ মার্টিনের উইকেট নিয়ে তার উইকেটসংখ্যা হলো ৩৯ এবং ছুঁলেন ফুলস্টোনকে।

২০০৫ থেকে শুরু করে আজ অবধি পাঁচটি বিশ্বকাপ খেলেছেন ঝুলন এবং তাতে ৩০টি ম্যাচে তাঁর উইকেট-সংখ্যা ৩৯। যুগ্ম প্রথম পজিশনে অজি বোলার ফুলস্টোন (২০ ম্যাচে ৩৯ উইকেট), দ্বিতীয় এবং তৃতীয় পজিশনে দুই ইংরেজ ক্যারল হোজেস (৩৭ উইকেট) এবং ক্লেয়ার টেলর (৩৬ উইকেট)। এরপর চতুর্থ স্থানে আরেক অজি ক্যাথ্রিন ফিৎজপ্যাট্রিক (৩৩ উইকেট)।

ঝুলন বাদে এই লিস্টে উল্লেখযোগ্য ভারতীয় হলেন ষষ্ঠ স্থানে থাকা ডায়ানা এডুলজি (৩১ উইকেট), সপ্তম পদ্মিনী রাউত (৩০ উইকেট) এবং অষ্টম নিতু ডেভিড (৩০ উইকেট)।

অভিনন্দন ঝুলনকে।