আইপিএলের ১৫তম আসরে নতুন চ্যাম্পিয়ন পেল ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ। হ্যাঁ, আইপিএলের প্রথম আসরে নেমেই চমকে দিল গুজরাট টাইটান্স। নিজেদের প্রথম আবির্ভাবেই চ্যাম্পিয়ন হয়ে চমক দেখিয়েছে গুজরাট টাইটান্স। লো-স্কোরিং ফাইনাল ম্যাচে রাজস্থান রয়্যালসকে হারিয়ে চ্যাম্পিয়ন হলো গুজরাট টাইটান্স। এবারেই তারা প্রথম আইপিএল খেলছে।
আইপিএল ফাইনাল শুরুর আগেই চমক। এ চমক খেলার সময়ে নয়, ঘটেছে তার আগে। চমকটা ছিল – ফাইনাল শুরুর আগে বিসিসিআই প্রেসিডেন্ট সৌরভ গাঙ্গুলি ও সচিব জয় শাহকে মঞ্চে ডেকে নেন ধারাভাষ্যকার রবি শাস্ত্রী। তারপর তাঁদের হাতে তুলে দেওয়া হয় গিনেস বুক অব ওয়ার্ল্ড রেকর্ডসের একটি শংসাপত্র। সেই শংসাপত্রে লেখা ছিল বিশ্বের সবচেয়ে বড় জার্সি নির্মাণের রেকর্ড গড়েছে আইপিএল।
আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে ফাইনালের আগে প্রদর্শিত হয়েছে বিশ্বের সবচেয়ে এই বড় জার্সিটি। জার্সিটি দৈর্ঘ্যে ছিল ৬৬ মিটার ও প্রস্থে ৪২ মিটার। আর জার্সির গায়ে খচিত ছিল ভারতের পতাকার রং। সঙ্গে আইপিএলের নকশাও। বলতে গেলে, বিশাল এই জার্সিটি দখল করে নিয়েছিল মাঠের অর্ধেকটাই। জার্সির গায়ে বড় ক’রে লেখা ছিল ‘১৫ তম আইপিএল’ এবং ছিল ১০টি দলের লোগো।
সুতরাং ১৫তম আইপিএল ফাইনালটা যেমন স্মরণীয় হয়ে রইলো নতুন চ্যাম্পিয়ন পাওয়ার জন্য তেমনি স্মরণীয় হয়ে রইল বিশ্বের একটি বড় জার্সি নির্মাণ করে গিনেস বুক অব ওয়ার্ল্ড রেকর্ডসে নাম তোলার জন্য।