সেমিফাইনাল থেকে কতো দূরে ভারতীয় প্রমীলা বাহিনী?

বর্তমানে কিউই দেশের মাটিতে বসেছে প্রমীলা বিশ্বকাপের আসর। এই বিশ্বকাপে অংশ নিয়েছে মোট আটটি দল এবং ‘অল-প্লে-অল’ ফরম্যাটে প্রতিটি দলই একটি করে ম্যাচ খেলবে একে অপরের সঙ্গে।

এখন গ্রুপস্তর প্রায় শেষের পথে। প্রতিটি দলই খেলে ফেলেছে অধিকাংশ ম্যাচ এবং একমাত্র ওয়েস্ট ইন্ডিজ দল তাদের সব ম্যাচ খেলে ফেলেছে এবং বাংলাদেশের বাকি মাত্র দুটি ম্যাচ। কিন্তু গ্রুপে প্রতিটি ম্যাচেই জয়লাভ করা অস্ট্রেলিয়া (১২ পয়েন্ট) এবং একটি ম্যাচে হারা দক্ষিণ আফ্রিকা (৯ পয়েন্ট) বাদে সেমি-ফাইনালের জন্য কোয়ালিফাই করেনি কেউই।

এখন ৬ পয়েন্ট নিয়ে ৪ ও ৫ নম্বর পজিশনে আছে ইংল্যান্ড ও ভারত। ইংল্যান্ড দলের নেট রান রেট (+০.৭৮) ভারতের (০.৭৭) থেকে বেশি হওয়ায় ইংল্যান্ড একধাপ এগিয়ে গিয়েছে। ইংল্যান্ড দলের পরবর্তী ম্যাচ বাংলাদেশের বিরুদ্ধে এবং ভারতের ম্যাচ দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে। দুটি দলের ক্ষেত্রেই এটি লিগের শেষ ম্যাচ।

এখন ভারতের ক্ষেত্রে যা ফলাফল আসা সম্ভব তা হলো যদি তারা জেতে তবে ৮ পয়েন্ট নিয়ে পেছনে ফেলে দেবে ওয়েস্ট ইন্ডিজকে (৭ পয়েন্ট)। যদি ভারত হারে তবে তারা সরাসরি ছিটকে যাবে। এবং বৃষ্টি বা অন্য কারণে ম্যাচ ভেস্তে গেলে বা ড্র হলে ভারত ৭ পয়েন্ট নিয়ে যাবে সেমি-ফাইনালে কারণ নেট রান রেট ওয়েস্টইন্ডিজের (-০.৮৯)থেকে বেশি।

ইংল্যান্ড জয়লাভ করলে ৮ পয়েন্ট নিয়ে তারা যাবে সেমি-ফাইনালে, এবং তাদের খেলা অমীমাংসিত থাকলেও এক পয়েন্ট পেয়ে ৭ পয়েন্ট নিয়ে তারা সেমি-ফাইনালে যাবে। 

যদি এমন হয় যে ভারত ও ইংল্যান্ড দুই দলই হেরে গেলো, তবে ওয়েস্ট ইন্ডিজ যাবে সেমি-ফাইনালে এবং হারা দুই টিমের মধ্যে যার নেট রান রেট বেশি সে যাবে সেমিতে।

আসন্ন রবিবাসরীয় সকালে হ্যাগলে ওভালের মাটিতে মিতালী-স্মৃতি-হরমনপ্রীত-ঝুলনদের হতে চলেছে অগ্নিপরীক্ষা। আত্মবিশ্বাসে পরিপূর্ণ দক্ষিণ আফ্রিকাকে হারানোই এখন চ্যালেঞ্জ প্রমীলা বাহিনীর কাছে।