একদা পার্পল ক্যাপ জয়ী আবার ফিরছেন আইপিএলে।

আসন্ন আইপিএলের জন্য ইংরেজ পেসার মার্ক উডকে বিশাল দামে কিনেছিলো লখনৌ সুপার জায়ান্টস। হিসেবমতো চলতি ওয়েস্ট ইন্ডিজ সিরিজের পরেই লখনৌ দলের সঙ্গে যুক্ত হওয়ার কথা ছিলো মার্ক উডের। কিন্তু অন্তরায় হয়ে দাঁড়ায় কনুইয়ের চোট।

সেই জন্য লখনৌ সুপার জায়ান্টস কর্তাদের খুঁজতে হয়েছে পরিবর্ত বোলার। বাংলাদেশী তাসকিন আহমেদ, জিম্বাবুয়ের ব্লেসিং মুজারাবানীকে ভাবার পর এখন অজি বোলার অ্যান্ড্রু টাই-কেই পছন্দ করেছে লখনৌ থিঙ্ক-ট্যাঙ্ক। এক্ষেত্রে মুজারাবানী হয়ে যাবেন ডেথ বোলার।

প্রসঙ্গত এর আগে পাঞ্জাব কিংস দলের প্রতিনিধিত্ব করেছেন অ্যান্ড্রু টাই এবং ২০১৮ সালে ২৪টি উইকেট নিয়ে বেগুনী টুপিও পান টাই। আইপিএলে ২০১৫ সালে চেন্নাই দল তাকে কিনলেও প্রথম দুই মরশুম সুযোগ পাননি তিনি। ২০১৭ সালে গুজরাট লায়ন্স দলের হয়ে প্রথম ম্যাচ খেলেন এবং অভিষেকেই হ্যাটট্রিকসহ পাঁচ উইকেট তুলে নেন। ২০১৮ মরশুমে তিনিই হন প্রথম বোলার যিনি এক আইপিএল মরশুমে তিনবার এক ইনিংসে চারের বেশি উইকেট পেয়েছেন। এছাড়া ২০২০ সালে রাজস্থান দলের হয়ে খেলেছিলেন টাই।বিগত বিগ ব্যাশ লিগে পার্থ স্করচার্স দলের হয়ে দুর্দান্ত বোলিং করেন টাই। ফাইনালে তার দুর্দান্ত বোলিং(৩-১৫) পার্থ দলকে চ্যাম্পিয়ন করায়। এখন ডেথ ওভারে ইয়র্কার এবং স্লোয়ার দক্ষতা আইপিএলে কতটা কাজে দেবে সেটাই দেখার।