করোনা আক্রান্ত কেন উইলিয়ামসন। খেলবেন না দ্বিতীয় টেস্ট।

ট্রেন্ট ব্রিজে ইংল্যান্ড ও নিউজিল্যান্ডের মধ্যে অনুষ্ঠিত হতে চলা দ্বিতীয় টেস্ট খেলবেন না করোনা আক্রান্ত কেন উইলিয়ামসন। বৃহস্পতিবার রাতে তাঁর করোনা পরীক্ষার রিপোর্ট পজিটিভ আসায় বর্তমানে তাঁকে যেতে হবে পাঁচদিনের নিভৃতবাসে।
বিগত একদিন যাবৎ করোনার বেশ কিছু উপসর্গ দেখা দিচ্ছিল কেন উইলিয়ামসনের শরীরে এবং যখন ট্রেন্ট ব্রিজে এসে রেপিড অ্যান্টিজেন টেস্টের রিপোর্ট পজিটিভ আসায় তিনি আপাতত দ্বিতীয় টেস্টের বাইরে।


নিউজিল্যান্ড কোচ গ্যারি স্টেড বলেছেন “কেনের মতো একজন ক্রিকেটারের এতো বড়ো ম্যাচের আগে বেরিয়ে যাওয়া খুব লজ্জাজনক ঘটনা। আমরা জানি ও কতটা হতাশ এবং আমরা সবাই ওর পাশে আছি।”
অধিনায়ক কেন উইলিয়ামসনের পরিবর্তে দ্বিতীয় টেস্টের জন্য টম ল্যাথামকে অধিনায়ক ঘোষণা করেছে নিউজিল্যান্ড এবং কেনের পরিবর্তে হ্যামিশ রাদারফোর্ড খেলতে পারেন প্রথম এগারোয়।