নটিংহ্যাম টেস্টের প্রাক্কালে অনেক এগিয়ে ইংল্যান্ড

আজ থেকে নটিংহ্যামে শুরু হচ্ছে ইংল্যান্ড বনাম নিউজিল্যান্ড দ্বিতীয় টেস্ট। নতুন অধিনায়ক বেন স্টোকস ও নতুন কোচ ম্যাককালামের ইংল্যান্ড প্রথম টেস্ট জিতে টেস্ট সিরিজে ১-০-তে এগিয়ে রয়েছে। প্রথম টেস্ট হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর প্রাক্তন অধিনায়ক জো রুটের অসাধারণ সেঞ্চুরিতে ইংল্যান্ড প্রথম টেস্ট  জিতে নিয়েছে ।

নাটিংহাম টেস্ট জিততে মরিয়া নিউজিল্যান্ড। দলের অধিনায়ক উইলিয়ামসন সে আশাই ব্যক্ত করেছেন। নিউজিল্যান্ড তাদের ব্যাটিং ও বোলিং এর কিছু পরিবর্তনও আনতে চলেছে। 

কিন্তু পরিসংখ্যান যা বলছে তাতে দেখা যাচ্ছে, নটিংহ্যাম টেস্টে নিউজিল্যান্ড অনেক পিছিয়ে। ১৯৬৯ সাল থেকে নটিংহ্যামে নিউজিল্যান্ড টেস্ট খেলেছে ৯টা। এই ন’টা ম্যাচের মধ্যে ১৯৬৯ ও ১৯৯০ সিরিজের দুটি ম্যাচ ড্র হয়েছে। আর একমাত্র টেস্ট যা নিউজিল্যান্ড নটিংহ্যামে জিতেছে সেটা ১৯৮৬-তে ৮ উইকেটে। বাকি ছ’টি টেস্ট ইংল্যান্ড জিতেছে নটিংহ্যামে। এরমধ্যে ১৯৭৮, ১৯৯৪ ও ২০০৮ সালে নিউজিল্যান্ড ইনিংস হেরেছে নটিংহ্যামে।

আজ পর্যন্ত সার্বিক টেস্ট-পরিসংখ্যান দেখলে দেখা যাবে, আজ পর্যন্ত দু’দলের মধ্যে হয়েছে ১০৮টি ম্যাচ। এর মধ্যে ইংল্যান্ড জিতেছে ৪৯টিতে আর নিউজিল্যান্ড ১২টিতে। ৪৭টি ম্যাচ অমীমাংসিত থেকেছে। আর ইংল্যান্ডের মাটিতে নিউজিল্যান্ড এখনো পর্যন্ত সিরিজ জিতেছে তিন বার – ১৯৮৬-তে (১-০, ৩ ম্যাচে), ১৯৯৯-এ (২-১, ৪ ম্যাচে ), ২০২১-এ (১-০, ২ ম্যাচে)।