ব্যক্তিগত ১৩৬ রানে মনোজ তিওয়ারি রান আউট করার সঙ্গে সঙ্গেই নিজেদের দ্বিতীয় ইনিংসের ডিক্লেয়ার করে বাংলা দল। এর সঙ্গে সঙ্গেই গোল্ডেন হ্যান্ডশেক করে ম্যাচের পরিসমাপ্তি ঘোষণা করেন বাংলা অধিনায়ক অভিমন্যু ঈশ্বরণ এবং ঝাড়খন্ড অধিনায়ক সৌরভ তিওয়ারি। আজ বাংলা পরপর দু’বার রনজি ট্রফির সেমি-ফাইনাল খেলার মাধ্যমে লাল বল ক্রিকেটে নিজেদের মুন্সিয়ানার ছাপ রাখল বেশ প্রকৃষ্টভাবেই।
জয়ের পরে প্রেস বিবৃতিতে অধিনায়ক অভিমন্যু ঈশ্বরণ বলেছেন “সেমি-ফাইনালে কোয়ালিফাই করতে পেরে খুবই ভালো লাগছে। দল খুব ভালো ছন্দে আছে, আমরা আমাদের ব্যাটিং নিয়ে কাজ করেছিলাম এবং আমরা নক-আউটে ব্যাট ভালো করেছি। আমরা মুহূর্তটা খুব উপভোগ করেছি এবং এরপরে আমরা একদিনের বিরতি নেব এবং তারপর আবার পরের ম্যাচের প্রস্তুতি শুরু করবো।”
তিনি আরো বলেছেন “ঘরামি (সুদীপ কুমার ঘরামি) প্রথম ইনিংসে খুব ভালো খেলেছে এবং মনোজ-ভাই প্রথম ইনিংসে ধৈর্য ধরে খেলার পরে দ্বিতীয় ইনিংসে বেশ ছন্দে খেলেছে।” দুই সফল বোলার সায়নশেখর মন্ডল এবং শাহবাজ আহমেদ সম্পর্কে অভিমন্যুর বক্তব্য “ওরা খুব ভালো পারফর্ম করেছে এবং ঠিক যে সময় সেরাটা দেওয়া দরকার, সেই সময়েই সেরাটা দিয়েছে। অধিনায়ক হিসেবে এইরকম দুজন অল-রাউন্ডারকে দলে পাওয়া নিঃসন্দেহে খুব ভালো ব্যাপার।”
বাংলা দলের কোচ অরুণ লাল “উইলোর উইল”-কে বলেছেন যে তিনি ছেলেদের পারফরম্যান্স নিয়ে খুশি। অভিষেক পোড়েল এবং সুদীপ কুমার ঘরামির পারফরমেন্স নিয়ে তিনি বিশেষভাবে খুশি এবং এছাড়াও তৃতীয় ইনিংসে বাংলার ফলো-অন না করানো নিয়ে তিনি বলেছেন “যেহেতু তিনদিন পরেই সেমি-ফাইনাল, তাই বোলারদের রেস্ট দেওয়া প্রয়োজন ছিল এবং কিঞ্চিৎ ব্যাটিং প্র্যাক্টিসের জন্যও এই পন্থা অবলম্বন করেছে বাংলা।”