সব সময় নতুন কিছু সংস্করণের ক্ষেত্রে প্রথম হওয়াটা একটা অন্য মাত্রা এনে দেয়। যেটা রেকর্ড বুকে চিরদিন জ্বলজ্বল করে। সেই রেকর্ডে নাম লিখিয়ে ফেললেন ইংল্যান্ডের ব্যাটার উইল স্মিড।
ইংল্যান্ডের নতুন সংস্করণের ক্রিকেটের আসর ‘দ্য হান্ড্রেড’। এটা হান্ড্রেড ক্রিকেটের দ্বিতীয় আসর।
এই নতুন সংস্করণের ক্রিকেটে ব্যক্তিগত প্রথম সেঞ্চুরির দেখা মিলল বুধবার (১০ আগস্ট) বার্মিংহ্যামে।
এদিন রাতে বার্মিংহ্যাম ফিনিক্সের ব্যাটার উইল স্মিড সাউদার্ন ব্রেভের বিপক্ষে ‘দ্য হান্ড্রেড’-এ ইতিহাসের প্রথম শতক হাঁকালেন।
এই ম্যাচে বার্নিংহাম এর ওপেনার স্মিড আরো একটি রেকর্ড করে ফেললেন। ইনিংসের উদ্বোধন করতে নেমে শেষ পর্যন্ত অপরাজিত থেকে গেলেন। খেললেন ৫০ বলে ১০১ রানের অনবদ্য একটি ইনিংস। তার ইনিংসে ছিল ৮টি চার ও ৬টি ছয়ের মার। তার এ ইনিংসের সুবাদে ১০০ বলে ১৭৬ রান সংগ্রহ করে বার্মিংহাম। জবাবে সাউদার্ন ব্রেভ গুটিয়ে গেছে ১২৩ রানেই। ৫৩ রানে জয় পায় স্মিডের দল।
এর আগে ‘দ্য হান্ড্রেড’ টুর্নামেন্টের ব্যক্তিগত সর্বোচ্চ রানের ইনিংসের মালিক ছিলেন ইংল্যান্ড জাতীয় দলের বিধ্বংসী ব্যাটার লিয়াম লিভিংস্টোন। তিনি প্রথম আসরে ৯২ রানের একটি ইনিংস খেলেছিলেন । এবারের আসরে তার দলেরই ব্যাটার স্মিড পেলেন টুর্নামেন্টের প্রথম শতক। আবার এও একটা রেকর্ড একই দলে দুই ব্যাটার এই নতুন সংস্করণে বেশি রান করলেন।
এই ম্যাচে আবার সাউদার্ন ব্রেভস অল্প রানে গুটিয়ে গেছে মূলত হেনরি ব্রুকসের দারণ বোলিংয়ে। নিজের ২০ বলে ২৫ রান খরচায় ৫ উইকেট নিয়েছেন ডানহাতি এ পেসার। এটিও এই টুর্নামেন্টের ইতিহাসে দ্বিতীয় সেরা বোলিং ফিগার।