ঘরোয়া ক্রিকেটে মুম্বাইয়ের হয়ে না খেলে গোয়ার হয়ে খেলার সিদ্ধান্ত নিলেন শচীন পুত্র, অর্জুন তেন্ডুলকার। আগামী ঘরোয়া মরসুমে তিনি গোয়ার হয়ে খেলবেন বলে জানা গেছে। গত মরসুম সৈয়দ মুস্তাক আলী ট্রফিতে মুম্বাইয়ের হয়ে দুটি ম্যাচ খেলেছিলেন অর্জুন।
পিটিআই সূত্রে পাওয়া খবর অনুযায়ী অর্জুন ইতিমধ্যে এমসিএ থেকে প্রয়োজনীয় এনওসি-ও নিয়ে নিয়েছেন। শচীন তেন্ডুলকার স্পোর্টস ম্যানেজমেন্টের তরফ থেকে জানানো হয়েছে যে কেরিয়ারের এই সন্ধিক্ষণে প্রতিযোগিতামূলক ম্যাচ বেশি করে খেলাটাই লক্ষ্য হওয়া উচিত আর সেই কারণেই গোয়াতে আসা। অন্যদিকে গোয়া ক্রিকেট এসোসিয়েশনের পক্ষ থেকে জানানো হয়েছে যে তাঁরা বেশ কিছুদিন ধরেই একজন বাঁহাতি বোলার খুঁজছিলেন যিনি কিনা মিডল অর্ডারে ব্যাটটাও করতে পারবেন। সেই লক্ষ্যেই অর্জুনকে নেওয়া হয়েছে। তবে চূড়ান্ত দলে থাকার বিষয়ে নির্বাচকরা প্রাকমরসুম প্র্যাকটিসের পারফরম্যান্স দেখেই সিদ্ধান্ত নেবেন।
নব্বইয়ের দশকের মাঝামাঝি প্রায় একই লক্ষ্য নিয়ে বাবার পরামর্শে মুম্বাই (তখনকর বোম্বে) ছেড়ে কলকাতায় পাড়ি জমিয়েছিলেন রোহন জয়বিশ্ব গাভাসকার।