এশিয়া কাপের জন্য অন্তর্বর্তীকালীন কোচ হলেন লক্ষণ

আগামী ২৭তারিখ থেকে সুইউ হতে চলা এশিয়া কাপের জন্য অন্তর্বর্তীকালীন কোচ হিসেবে বেছে নেওয়া হলো এনসিএ-র হেড কোচ ভিভিএস লক্ষ্মণকে।

গতকাল বিসিসিআই-এর তরফ থেকে জানানো হয়েছিল যে রাহুল দ্রাবিড় কোভিড পজিটিভ হওয়ায় তিনি দলের সঙ্গে ইউএই যেতে পারছেন না। তাঁর রিপোর্ট নেগেটিভ হলে তবেই তিনি দলের সঙ্গে যোগ দিতে পারবেন। এই অবস্থায় বিসিসিআই আজ অন্তর্বর্তীকালীন কোচ হিসেবে লক্ষ্মণ এর নাম ঘোষণা করলো।

এর আগে তিনি যেহেতু জিম্বাবোয়ে সফরে দলের কোচ হিসেবে ছিলেন, তাই কেএল রাহুলদের মতো তিনিও সরাসরি ইউএই-তে দলের সঙ্গে যোগ দিচ্ছেন।