ওল্ড ট্রাফোর্ড এ দৃশ্য দেখা গেল আরও একবার। জেমস অ্যান্ডারসন বোলিং করছেন জেমস অ্যান্ডারসন প্রান্ত থেকে। সুন্দর দৃশ্য। ইতিহাসের সবচেয়ে সফল পেসারের নামে ল্যাঙ্কাশায়ারের মাঠের একটি প্রান্তের নামকরণ করা হয়েছে আন্ডারসন প্রান্ত।দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দ্বিতীয় টেস্টে ইনিংসের প্রথম ওভার অ্যান্ডারসন করতে এলেন ওই প্রান্ত থেকেই।আর ঘরের মাঠে এ টেস্ট খেলতে নেমেই আরেকটি ইতিহাস গড়ে ফেলেছেন টেস্ট ক্রিকেটের সেরা এই পেসারটি।
১০০তম:
প্রথম ক্রিকেটার হিসেবে দেশের মাটিতে ১০০তম টেস্ট খেলতে নামলেন তিনি। আর দেশের মাটিতে সবচেয়ে বেশি টেস্ট খেলার রেকর্ডের তালিকায় ভারতের শচীন তেন্ডুলকারকে (৯৪) অ্যান্ডারসন ছাড়িয়ে গেছেন আরও আগেই।
দেশের মাটিতে সবচেয়ে বেশি টেস্ট ম্যাচ খেলেছেন যারা :
জেমস অ্যান্ডারসন (ইংল্যান্ড)* ১০০
শচীন তেন্ডুলকার (ভারত) ৯৪
রিকি পন্টিং (অস্ট্রেলিয়া) ৯২
স্টুয়ার্ট ব্রড (ইংল্যান্ড)* ৯১
অ্যালিস্টার কুক (ইংল্যান্ড). ৮৯
(এখনো খেলছেন )
৯টি ভেন্যু:
২০০৩ সালে লর্ডসে অভিষেকের পর থেকে দেশের মাটিতে ৯টি আলাদা ভেন্যুতে টেস্ট খেলেছেন অ্যান্ডারসন। কুক আর ব্রডও খেলেছেন ৯টি ভেন্যুতেই। রিকি পন্টিং দেশের মাটিতে খেলেছেন ৮টি ভিন্ন ভেন্যুতে। তেন্ডুলকার দেশের মাটিতে ১৫টি ভিন্ন ভেন্যুতে খেলেছেন ৯৪টি টেস্ট।
দেশের মাটিতে ৪২১তম:
ওল্ড ট্রাফোর্ড টেস্টে ইনিংসের পঞ্চম ওভারেই আঘাত করেছেন অ্যান্ডারসন। দারুণ ইনসুইংয়ে বোকা বানিয়েছেন সরেল এরভইয়ারকে। ক্যারিয়ারে অ্যান্ডারসনের এটি ৬৫৯তম উইকেট, দেশের মাটিতে ৪২১তম। দেশের মাটিতে সবচেয়ে বেশি উইকেটের তালিকায় ইংলিশ পেসারের ওপরে আছেন শুধু মুত্তিয়া মুরালিধরন, শ্রীলঙ্কার মাটিতে তাঁর উইকেট ৪৯৩টি।
২৭তম টেস্ট :
দক্ষিণ আফ্রিকার বিপক্ষে প্রথম টেস্টটি ছিল লর্ডসে। ক্রিকেটের মক্কায় অ্যান্ডারসনের সেটি ছিল ২৭তম টেস্ট। কোনো মাঠে সবচেয়ে বেশি টেস্ট খেলার রেকর্ডে তাতেই মাহেলা জয়াবর্ধনেকে ছুঁয়েছেন অ্যান্ডারসন। কলম্বোর এসএসসিতে ২৭টি টেস্ট খেলেছেন জয়াবর্ধনে। এই দুজনের পরই আছেন অ্যান্ডারসনের সতীর্থ স্টুয়ার্ট ব্রড, লর্ডস টেস্টটি ওই মাঠে তাঁর ছিল ২৬তম।
যৌথ ভাবে দ্বিতীয়:
এক মাঠে সবচেয়ে বেশি উইকেটের রেকর্ডেও যৌথভাবে দুইয়ে আছেন অ্যান্ডারসন। লর্ডসে তাঁর উইকেট ১১৭টি, ক্যান্ডির অ্যাসগিরিয়া স্টেডিয়ামে মুত্তিয়া মুরালিধরনের উইকেটের সমান। তালিকায় শীর্ষে মুরালিধরনই, কলম্বোর এসএসসিতে তাঁর উইকেট ১৬৬টি। ওল্ড ট্রাফোর্ডে এর আগে ৯ ম্যাচে ৩২টি উইকেট নিয়েছেন অ্যান্ডারসন।
সবচেয়ে বেশি ৫টি টেস্ট :
বিদেশের মাটিতে অ্যান্ডারসন সবচেয়ে বেশি ৫টি টেস্ট খেলেছেন অস্ট্রেলিয়ার অ্যাডিলেড ওভালে।