‘কখনও ভাবিনি ১০০টা টেস্ট খেলব।’ হ্যাঁ এমনটাই জানালেন বিরাট কোহলি শততম টেস্ট খেলতে নামার আগের দিন। সেই সঙ্গে আরও জানালেন যে নিশ্চিত ভাবে এটা তাঁর এবং তাঁর পরিবার ও কোচের জন্য এক বিশেষ মুহূর্ত হতে চলেছে।
প্রসঙ্গত আগামীকাল দ্বাদশ ভারতীয় হিসেবে হিসেবে শততম টেস্ট ম্যাচ খেলতে চলেছেন বিরাট মোহালিতে।
ইতিমধ্যেই বিরাটের শততম টেস্ট উপলক্ষ্যে ইংল্যান্ড থেকে শুভেচ্ছা বার্তা পাঠিয়েছেন বোর্ড সভাপতি সৌরভ গাঙ্গুলি। যেখানে তিনি বলেছেন যে শুধুমাত্র বোর্ড কর্তা হিসেবে নয়, একজন প্রাক্তন ভারত অধিনায়ক এবং শতাধিক টেস্ট খেলা খেলোয়াড় হিসেবেও তিনি বিরাটকে এই বিশেষ মুহূর্তে অভিনন্দন জানাতে চান এবং একই সঙ্গে তাঁর কেরিয়ারের আগামী দিনগুলির জন্য সাফল্য কামনা করেন। এছাড়াও শুভেচ্ছা জানিয়েছেন দলের কোচ রাহুল দ্রাবিড়, শচীন তেন্ডুলকর, বীরেন্দ্র শেহবাগ এর মত প্রাক্তন সতীর্থরাও।
ঘরের মাঠে দুর্বল শ্রীলঙ্কার বিরদ্ধে টেস্ট সিরিজ; জয় পরাজয় নিয়ে যেখানে খুব একটা চিন্তার কারণ নেই সেখানে শততম টেস্ট খেলার বিষয়টা যে আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে উঠবে সেটা বলাই বাহুল্য।
স্বাভাবিক ভাবেই উচ্ছসিত বিরাট ভক্তরা। তাঁরা এখন শুধু একটাই আশা নিরাশার দোলাচলে ভুগছেন। দুনিয়ার ৭১তম ক্রিকেটার হিসেবে শততম টেস্ট খেলতে নামা খেলোয়াড়ের ৭১তম শতরানটাও কি এই টেস্টেই হবে?
খবর সূত্র : বিসিসিআই