ক্রিকেটার এবং ধারাবাহিক বিয়োগযন্ত্রনা

এই মাসের ১২ তারিখ তার কাছে আসে প্রথম বিয়োগন্তক খবরটা। তিনি যখন বরোদার হয়ে রঞ্জি ট্রফি খেলার জন্য ওড়িশার কটকে বায়োবাবলে আছেন তখন তিনি হারান তার সদ্যজাত কন্যাসন্তানকে। খবর পেয়ে তড়িঘড়ি বায়োবাবল ছেড়ে বেরিয়ে পরিবারের পাশে দাঁড়ান তিনি এবং কন্যার সৎকার করে এসেই পুনরায় যুক্ত হন বরোদা দলের সঙ্গে।

প্রাথমিকভাবে নিভৃতবাস পর্ব চলার জন্য বাংলা দলের সঙ্গে ম্যাচ খেলতে না পারলেও তার পরবর্তী চন্ডীগড় ম্যাচে তিনি খেলতে নামেন এবং ১২টি চার নিয়ে ১৬৫ বল খেলে গুরুত্বপূর্ণ ১০৪ রান করেন বিষ্ণু সোলাঙ্কি।

আজ রবিবার ছিলো চন্ডীগড় ম্যাচের শেষ দিন। কিন্তু আজ সকালে ঘটে গেলো আরো একটি হতাশাজনক ঘটনা। আজ রবিবার সকালেই পরলোক গমন করলেন বিষ্ণুর বাবা।

টাইমস অফ ইন্ডিয়া রিপোর্টার শ্রীনিবাস রাও এর টুইটার পোস্ট অনুযায়ী আজ রবিবার বিষ্ণুর পিতৃবিয়োগ হয়েছে। ফলত বর্তমানে পরবর্তী হায়দ্রাবাদ ম্যাচ তিনি খেলবেন কিনা তা বেশ অনিশ্চিত।

প্রথমে কন্যাবিয়োগ এবং পরে পিতৃবিয়োগ- সব মিলিয়ে খুব কঠিন সময়ের মধ্যে দিয়ে যাচ্ছেন বিষ্ণু সোলাঙ্কি