দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে পাঁচটি টি২০ ম্যাচের সিরিজে বিরাট কোহলি কি খেলবেন? নাকি আইপিএলের ধকলে ওই আন্তর্জাতিক সিরিজ থেকে নিজেকে গুটিয়ে নেবেন? এখনকার গুরু রবি শাস্ত্রী যে বিশ্রামে যাওয়ার কথা বলেছেন, তা কি তিনি শুরু করতে চান দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে শুরু হওয়া সিরিজ থেকেই?
বোঝা যাচ্ছে না। কারণ, বিরাট নিজে এ প্রসঙ্গ নিয়ে কোনও কথা বলেননি। টুইটারে কোনও ইঙ্গিতও দেননি। এবং এটা নিয়ে তিনি কিছু না বলায় বোর্ড কর্তা বা নির্বাচকেরাও কিছু বলতে চাইছেন না। ‘সময় আছে তো এখনও’ গোছের উত্তর শুরুতে পাওয়া গেলেও, এটুকু বোঝা গেল তাঁর ধারাবাহিক ব্যর্থতা নিয়ে নির্বাচকরাও যথেষ্ট চিন্তিত। অন্য কোনও ক্রিকেটারের ব্যাটে এমন রান–খরা থাকলে অবশ্যই বাদ দিতেন। অধিনায়ক থাকার সময় বিরাট নিজে বাদ দিয়েছেন চেতেশ্বর পুজারা, অজিঙ্ক্য রাহানে, কে এল রাহুলদের। এমনকী রোহিত শর্মাকেও। এখন আর তিনি অধিনায়ক নন। যদি বাদ দিতে হয়, সে দায়িত্ব থাকবে নির্বাচকদের হাতে। তবে, নিজে বিশ্রাম নেওয়ার কথা জানাতেই পারেন। দীর্ঘদিন ধরে খেলছেন, তাই নিজেই ছুটি নেওয়ার কথা বলতে পারেন স্বচ্ছন্দে। কিন্তু, প্রশ্ন হল, তিনি নিজে কী ভাবছেন? আইপিএল শেষ হওয়ার সঙ্গে সঙ্গেই শুরু হয়ে যাবে তেম্বা বাভুমাদের বিরুদ্ধে সিরিজ। চলছে এখন নিজের সঙ্গে চ্যালেঞ্জ নেওয়ার পালা। খেলতে চাইলেন, সব ম্যাচে ঝড় তুলে ভারতকে জিতিয়ে ম্যান অফ দ্য সিরিজের সম্মান পাচ্ছেন, এই ছবিটাই দেখতে চাইছে ভারতের ক্রিকেট মহল।
বোর্ডের অন্দরমহল অবশ্য এ ব্যাপারে মুখে সেলোটেপ লাগিয়ে রাখার সিদ্ধান্ত নিয়েছে। ন্যাড়া ক’বার বেলতলায় যাবে? বিরাটের ভবিষ্যৎ নিয়ে বোর্ড বা নির্বাচকেরা আপাতত কিছু বলবেন না। বিশ্রাম চাই? স্বাগতম। খেলতে চাইছেন? তাতেও থাকবে সমর্থন। কর্তারাও চাইছেন, বিরাট আবার ফিরুন রানের আলোয়।