মোহালিতে কিংস ইলেভেন পাঞ্জাব এর বিরুদ্ধে ম্যাচের শুরুতেই চমক।আর সি বি অধিনায়ক হিসেবে বিরাট কোহলিকে টস করতে যেতে দেখে স্বাভাবিকভাবেই বিস্মিত ক্রিকেটপ্রেমীরা।
২০২১ সালের পর আর সি বি এর নেতৃত্ব ছেড়ে দেওয়া কোহলির কি ফের স্বপদে প্রত্যাবর্তন ঘটল? এহেন জল্পনা অবশ্য দীর্ঘস্থায়ী হয়নি।বিরাট নিজেই জানিয়েছেন ডুপ্লেসি আজ ইমপ্যাক্ট প্লেয়ার হিসেবে খেলছেন।গত ম্যাচে পাওয়া পাঁজরের চোট এখনও সম্পূর্ণ সারেনি।তাকে শুধু ব্যাটসম্যান হিসেবে দলে রাখা হয়েছে।ডুপ্লেসি ফিল্ডিং করবেন না।ফলে আইন অনুযায়ী তিনি অধিনায়কত্ব করতে পারবেন না।তাই তার পরিবর্তে বিরাট এই ম্যাচে অধিনায়কত্ব করার দায়িত্ব পেয়েছেন। এবারের আই পি এল এ অবশ্য এই ঘটনা প্রথম নয়। মুম্বাই ইন্ডিয়ান্স এর একটি ম্যাচে অধিনায়ক রোহিত শর্মা ইমপ্যাক্ট প্লেয়ার ছিলেন।তার পরিবর্তে তদারকি অধিনায়কের ভূমিকায় দেখা গিয়েছিল সূর্যকুমার যাদবকে। চলতি আই পি এল এ এই নিয়ম যে বাড়তি তাৎপর্য যোগ করেছে সেই নিয়ে কোন সন্দেহ নেই। চূড়ান্ত স্কোয়াডে এখন মোট ১২ জন ক্রিকেটার রাখার সুবিধা পাওয়া যাচ্ছে।টস হয়ে যাওয়ার পর প্রথম একাদশ নির্বাচনের সুযোগ থাকায় দলের প্রয়োজন অনুযায়ী পরিবর্ত ক্রিকেটার নির্বাচন করা যাচ্ছে। সাধারণতঃ বিশেষজ্ঞ কোন ব্যাটসম্যান বা বোলারকেই ইমপ্যাক্ট প্লেয়ার বাছার প্রবণতা লক্ষ্যনীয়।এর ফলে দলে অলরাউন্ডারদের ভূমিকা যে ক্রমশঃ গুরুত্বহীন হয়ে পড়ছে সেটা অস্বীকার করার কোন উপায় নেই।চোটগ্রস্থ আধাফিট খেলোয়াড়দেরও মাঠে নামাতে সমস্যা না হওয়ায় টিম ম্যানেজমেন্ট এর মাথাব্যথা যে বহুলাংশে হ্রাস পেয়েছে সেকথা বলাই বাহুল্য।