অভিমন্যুকে ট্রায়ালে ডাকল দিল্লী

আই পি এল এর পয়েন্ট তালিকায় সবচেয়ে শেষে থাকা দিল্লী ক্যাপিট্যালস কতৃপক্ষ দলের ধারাবাহিক ব্যাটিং ভরাডুবির প্রতিষেধক খুঁজে পেতে মরিয়া। অভিষেক পোড়েল ও মুকেশ কুমারের পর আরও এক বঙ্গজ প্রতিনিধির আই পি এল গ্রহে আবির্ভূত হ‌ওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে।

তিনি গত মরসুমের বঙ্গ অধিনায়ক অভিমন্যু ঈশ্বরন। মূলতঃ লাল বলের ক্রিকেটে বাংলার হয়ে ধারাবাহিক ভাল পারফরমেন্স এর সুবাদে অভিমন্যু বিগত বাংলাদেশ সফরের টেস্ট দলে সুযোগ পেলেও সীমিত ওভারের ক্রিকেটে তাকে এই প্রথম বিবেচনার মধ্যে আনায় কিঞ্চিৎ বিস্ময়ের সৃষ্টি হয়েছে।দিল্লী ক্যাপিট্যালস অভিমন্যু ঈশ্বরন ও সানরাইজার্স হায়দ্রাবাদ এর প্রাক্তনী প্রিয়ম গর্গকে ট্রায়ালে ডেকেছে।তারা দুজনেই মনোনীত হলে ঋষভ পন্থ বিহীন দিল্লী ব্যাটিং লাইনআপ এর ছন্দহীনতা কাটাতে উপযুক্ত ভূমিকা পালন করতে পারেন বলে মনে করা হচ্ছে।যদিও সাদা বলের ক্রিকেটে অভিমন্যু ঈশ্বরন এর দক্ষতা এখনও সেভাবে পরীক্ষিত নয়।সেই কারণেই হয়ত এবারের নিলামে তিনি অবিক্রীত থেকেছেন। তবুও এই মুহূর্তে হাতের সামনে যোগ্য কোন বিকল্প না থাকায় দিল্লী কতৃপক্ষের এহেন সিদ্ধান্ত বলে মনে করা হচ্ছে।দিল্লী দলের বা‍ঁ হাতি পেসার খলিল আহমেদ চোটের কারণে অনিয়মিত।আই পি এল এর নিয়ম অনুযায়ী একটি ফ্র্যাঞ্চাইজি সর্বোচ্চ ২৫ জন ক্রিকেটারকে নথিভুক্ত করাতে পারে।দিল্লী ক্যাপিট্যালস দলে এই মুহূর্তে ২৫ ক্রিকেটার থাকায় অভিমন্যুকে নিতে হলে কোন একজনকে স্কোয়াড থেকে বাদ দিতে হবে।সেই ক্রিকেটার কি খলিল আহমেদ নাকি অন্য কেউ? সেই নিয়ে জল্পনা দানা বাঁধার পাশাপাশি আরও এক বঙ্গসন্তান আই পি এল খেলার সুযোগ পেতে পারেন ভেবে বঙ্গীয় ক্রিকেট মহল আপাতত উল্লসিত।