গত মঙ্গলবার লন্ডনে সফল অস্ত্রোপচার এর পর আপাতত সুস্থ আছেন শ্রেয়াস আয়ার।ভারত অস্ট্রেলিয়া টেস্ট সিরিজের চতুর্থ টেস্ট চলাকালীন পিঠের পুরোনো চোট ফের মাথাচাড়া দিয়ে ওঠায় আমেদাবাদে ব্যাট করতে পারেননি শ্রেয়াস।
প্রথমে তিনি অস্ত্রপ্রচার করতে রাজি না হওয়ায় আশা করা হয়েছিল আই পি এল এর শেষের দিকে কয়েকটি ম্যাচে তিনি হয়ত খেলতে পারেন। কিন্ত শেষ পর্যন্ত মত বদলে তিনি অস্ত্রপ্রচার এর সিদ্ধান্ত নেওয়ায় এবছরের আই পি এল খেলার সম্ভাবনা বিলীন হয়ে যায় নাইট রাইডার্স অধিনায়কের।জানা গেছে শ্রেয়াসের সম্পূর্ণ সুস্থ অবস্থায় মাঠে ফিরতে অন্তত মাস তিনেক সময় লেগে যেতে পারে।ফলে আসন্ন বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালেও তিনি খেলতে পারবেন না। সবকিছু ঠিকঠাক থাকলে হয়ত দেশের মাঠে ওয়ান ডে বিশ্বকাপে তিনি দলে ফিরতে পারেন।বিশ্বকাপে ভারতীয় দলের মিডল অর্ডারে শ্রেয়াসের উপস্থিতি খুব গুরুত্বপূর্ণ হওয়ার সম্ভাবনা অন্তত তার সাম্প্রতিক ফর্মের বিচারে।কাজেই বিশ্বকাপে তাকে খেলানোর ব্যাপারে বোর্ডের মরিয়া মনোভাব যুক্তিসঙ্গত।
এদিকে চোটমুক্ত জসপ্রীত বুমরার আপাতত ন্যাশনাল ক্রিকেট অ্যাকাডেমিতে রিহ্যাব প্রক্রিয়া চলছে।বিগত ফেব্রুয়ারি মাসে নিউজিল্যান্ডে সফল অস্ত্রোপচার এর পর তিনি এখন এন সি এর অধীনে বাইশ গজে ফেরার লড়াইয়ে মনোনিবেশ করেছেন।আশা করা হচ্ছে শ্রেয়াসের মত তিনিও বিশ্বকাপে ভারতের প্রতিনিধিত্ব করতে পারবেন। দীর্ঘদিন ব্যাপী চোটের কারণে জাতীয় দলের বাইরে থাকা বুমরা ভারতীয় বোলিং লাইন আপের অন্যতম ভরসা। বিশ্বকাপে তার ব্যক্তিগত পারফরম্যান্স এর ওপরই অনেকাংশে নির্ভর করে থাকবে ভারতের সাফল্য।অতএব শ্রেয়াস আয়ার এর মত তারও দ্রুত সুস্থ হয়ে ওঠাটা ভীষণ জরুরী।