‘দশ বছরে এই প্রথম এক মাস ব্যাটে হাত ছোওয়াইনি।’ এশিয়া কাপ শুরুর আগে সম্প্রচারক সংস্থাকে দেওয়া সাক্ষাৎকারে এমনটাই জানালেন বিরাট কোহলি।
গত তিন বছর তাঁর ব্যাটে শতরান নেই। টেস্ট গড় নামতে নামতে পঞ্চাশের নিচে। মাঝে নেতৃত্ব বিতর্ক গেছে। সর্বত্র সমালোচনার ঝড়। এই অবস্থায় তাঁর মতো মানসিক ভাবে কঠিন মানুষও যে মানসিক ভাবে হীনমন্যতায় ভুগছিলেন তা তিনি এদিন স্বীকার করেন। আরও বলেন যে একটা সময় শরীর, মন চাইছিল না কিন্তু তিনি জোর করে চেষ্টা করছিলেন।
আশার আলো এটাই যে তাঁর মতে এই বিশ্রাম নিয়ে তিনি মানসিক ভাবে অনেকটাই তরতাজা হয়ে ফিরছেন বলে তাঁর বিশ্বাস। আর তিনি নিজে যখন এতটা আত্মবিশ্বাসী, সমর্থকরা ভাল কিছুর আশা করতেই পারেন। দ্বিতীয় ‘বিরাট পর্ব’ শুরুর থার্ড বেল কি বেজে গেল!