গলে স্মৃতিচারণ রনতুঙ্গার: লংকানদের হৃদয়ে স্থান করে নিয়েছেন শেন ওয়ার্ন

শ্রীলঙ্কার গলে এখন চলছে অস্ট্রেলিয়া ও শ্রীলঙ্কার মধ্যে প্রথম টেস্ট ম্যাচ। শ্রীলঙ্কানদের নজর ম্যাচের দিকে থাকলেও এই ম্যাচে তাঁদের হৃদয় ঘিরে রয়েছেন শেন ওয়ার্ন। কারণ এই মাঠেই তিনি তাঁর জীবনের ৫০০তম টেস্ট উইকেট শিকার করেছিলেন। এই ম্যাচ দেখতে দেখতে শ্রীলঙ্কার বিশ্বকাপ জয়ী অধিনায়ক অর্জুনা রনতুঙ্গা বলছিলেন, শ্রীলঙ্কানরা কখনোই শেনকে ভুলতে পারবেন না। বিশ্ব ক্রিকেটে তাঁর অবদান অনেক, কিন্তু খেলার বাইরেও তার অবদান ভোলার নয়। মনে পড়ছে, ২০০৪ সালের কথা। সুনামির সময় ত্রাণ সহায়তা দিতে এসে শ্রীলঙ্কানদের হৃদয়ে স্থান করে নিয়েছেন তিনি।


গল-এ অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজের প্রথম টেস্টের প্রাক্কালে এইভাবে প্রয়াত ওয়ার্নের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করা হয়।

সেবার সুনামিতে আক্রান্ত দক্ষিণ এশীয় দেশ শ্রীলঙ্কার গলে ত্রাণ বিতরণ করতে এসেছিলেন ওয়ার্ন।
ওই ঘটনাটিকে স্মরণ করে রনতুঙ্গা সাংবাদিকদের বলেন, সবাই জানে তিনি ছিলেন একজন মেধাবী খেলোয়াড়। কিন্তু সেদিন সুনামির পর আমরা দেখলাম অন্য শেন ওয়ার্নকে। সেদিন থেকে তিনি শ্রীলঙ্কানদের হৃদয়ের একেবারে কাছে চলে আসেন।
সুনামিতে ভেসে যাওয়া গল আন্তর্জাতিক স্টেডিয়ামটি পুনর্নির্মাণে ১০ লাখ ডলারেরও বেশি অর্থ সহায়তা করেছেন ওয়ার্ন।