আর মাত্র দুই দিনের অপেক্ষা। তারপরেই অর্থাৎ শনিবার তৈরী হতে চলেছে ইতিহাস। আগামী শনিবার ইংল্যান্ডের লফবোরোতে অনুষ্ঠিত হতে চলেছে লাইটনিং এবং ওয়েস্টার্ন স্টর্মের মধ্যে রেচেল হেহো ফ্লিন্ট ট্রফির ম্যাচ। উক্ত ম্যাচে আম্পায়ার হিসেবে থাকবেন নাঈম আশরাফ এবং জাসমিন নাঈম। উল্লেখ্য তাঁরা দুজনে স্বামী-স্ত্রী এবং ইংল্যান্ড ক্রিকেট বোর্ডের কোনো সরকারি ম্যাচে এই প্রথম তাঁরা একসঙ্গে আম্পায়ারিং করবেন।
মাত্র দুই সপ্তাহ আগে ছিল তাঁদের ২৩তম বিবাহবার্ষিকী এবং তারপর জাসমিন নাঈম ছিলেন ইংল্যান্ড মহিলা এবং দক্ষিণ আফ্রিকা মহিলা দলের মধ্যে হওয়া টেস্টে।
নাঈম আশরাফ ছিলেন একজন পাকিস্তানী ক্রিকেটার এবং আকস্মিক চোট খেলার কেরিয়ার শেষ করে দিলে তিনি আম্পায়ারিং শুরু করেন। যে প্রসঙ্গে জাসমিন বলেন “আমরা অনেক কঠিন সময়ের মধ্যে দিয়ে গিয়েছি এবং আমরা সেই সময় কাটিয়ে উঠেছি যখন নাঈম আম্পায়ারিং-এর দায়িত্ব নেয়। ও খেলা ছেড়ে থাকতে চায়নি এবং আমরা দুজনেই খেলার সঙ্গে থাকতে চেয়েছিলাম।”
২০২১ সালে জাসমিন নাঈম হয়েছিলেন প্রথম ব্রিটিশ মুসলিম মহিলা যিনি লর্ডসের মাটিতে আম্পায়ারিং করেন এবং আসন্ন শনিবার দম্পতি তৈরী করতে চলেছেন ইতিহাস। যেই প্রসঙ্গে জাসমিন নাঈম বলেন “আপনি যদি এটা নিয়ে ভাবেন এবং কঠিন শ্রম করতে তৈরী থাকেন, তবে অবশ্যই ফল পাবেন। এগিয়ে যান।”