তৃতীয় লিস্ট এ সেঞ্চুরি ঋদ্ধিমান সাহার। করলেন এই রেকর্ড।


আজ দিল্লীর পালামের এয়ারফোর্স মাঠে ত্রিপুরা দল মুখোমুখি হয়েছিল চন্ডিগড় দলের।
প্রথমে ব্যাট করতে নেমে শিবম ভাম্ভড়ি এবং গৌরব পুরীর জোড়া হাফসেঞ্চুরির দৌলতে স্কোরবোর্ডে ২৫৫ রানের স্কোর খাড়া করে চন্ডিগড়। ত্রিপুরার হয়ে রানা দত্ত ও চিরঞ্জিত পাল নেন ২টি করে উইকেট।


জবাবে ব্যাট করতে নেমে ফর্মে থাকা ওপেনার বিশাল ঘোষ আউট হয়ে গেলে বেশ চাপে পড়ে ত্রিপুরা। পরপর আউট হন বিক্রম কুমার দাস(২), সুদীপ চ্যাটার্জী(১৪) এবং দীপক ক্ষত্রি(১২)। একসময় ৩২-৪ স্কোরে যখন রীতিমতো থড়হরিকম্প অবস্থা তাদের তখন অধিনায়কচিত ইনিংস খেলেন ঋদ্ধিমান সাহা। পরবর্তী ব্যাটার রজত দে’কে সঙ্গে নিয়ে ইনিংস এগিয়ে নিয়ে যান তিনি। রজত ৭৮ করে আউট হলেও ঋদ্ধিমান এগোতে থাকেন নিজস্ব ছন্দেই। শেষ পর্যন্ত ইনিংসের দ্বিতীয় সর্বশেষ ওভারে সন্দীপ শর্মার বলে যখন মানান ভোরার হাতে ক্যাচ দিয়ে তিনি ফিরছেন তখন তার নামের পাশে ১০১ রান, যা পরিগণিত তার তৃতীয় লিস্ট এ সেঞ্চুরি হিসেবে। আজ স্লগ ওভারে সন্দীপ শর্মা ত্রিপুরাকে আটকে না দিলে হয়তো এই সেঞ্চুরি আসতো জয়ী দলের অধিনায়ক হিসেবে, কিন্তু ত্রিপুরা মাত্র চার রানে ম্যাচ হেরে যাওয়ায় সেঞ্চুরি হয়ে রইল ট্র্যাজিক।
আজ নিজের তৃতীয় লিস্ট এ সেঞ্চুরি করলেন ঋদ্ধিমান সাহা। এর আগে ২০১২-১৩ সালে বাংলা বনাম ভারতীয় বি দলের হয়ে খেলার সময়ে একটি লিস্ট এ সেঞ্চুরি করেন ঋদ্ধি এবং আজ প্রায় দশ বছর পরে করলেন আবার একটি লিস্ট এ সেঞ্চুরি।
রজত দে’র সঙ্গে পঞ্চম উইকেটে তার পার্টনারশীপ হলো ১৪৮ রানের। উল্লেখ্য ত্রিপুরার হয়ে লিস্ট এ ক্রিকেটে পঞ্চম উইকেটে এটিই সর্বোচ্চ পার্টনারশীপ। এর আগে তন্ময় মিশ্র এবং মিলিন্দ কুমার ২০১৯-২০ মরশুমে গুজরাটের বিপক্ষে করেছিলেন ১২৬ রানের পার্টনারশীপ।