আর্থিক সমস্যায় আটকে প্রাক্তন আম্পায়ারের অস্ত্রোপচার


পূর্বে তিনি ছিলেন শারীরিক সমস্যায় আক্রান্ত। কিন্তু তবুও সেই শারীরিক সমস্যা জয় করে হয়েছিলেন সিএবি আম্পায়ার।


না, তিনি কখনো সরকারিভাবে স্বীকৃত আম্পায়ার হননি সিএবির। কিন্তু দুটি বড় ক্ষেত্রে ম্যাচ পরিচালনা করেছেন। একটি হলো ২০০৯ সালের ৪ঠা নভেম্বর পশ্চিমবঙ্গ প্রতিবন্ধী দল ও বাংলাদেশ প্রতিবন্ধী দলের মধ্যে ইডেন গার্ডেন্সে আয়োজিত ক্রিকেট ম্যাচ এবং ২০১০ সালে সিএবির সাব জুনিয়র লেভেল অর্থাৎ অনুর্ধ-১৪ স্তর ও জুনিয়র লেভেল অর্থাৎ অনুর্ধ-১৭ স্তরে ম্যাচ পরিচালনা করেছেন তিনি। ২০১৬ সাল পর্যন্ত তিনি করেছেন ম্যাচ পরিচালনার কাজ।
তিনি রাজীব দেবনাথ। থাকেন উত্তর ২৪ পরগনার গাইঘাটা এলাকায়। বর্তমানে চূড়ান্ত আর্থিক কষ্টে থাকা রাজীব ভুগছেন কোমরের সমস্যায়। ডাক্তারের বলা কথা অনুযায়ী অস্ত্রোপচার বিশেষ জরুরী তার। কোমরের দুটি গোলাকার হাড় ক্ষয় হয়ে শেষ ছয়টি মাস বিছানায় তিনি।


সমস্ত হিসেব করে আপাতত দেখা গিয়েছে যে অস্ত্রোপচারের সার্বিক খরচ মোটামুটি আড়াই লক্ষ টাকা। প্রবল অর্থকষ্টে থাকা রাজীব দেবনাথের বর্তমানে কোনো আয় নেই বললেই চলে। এর আগে একটা চাকরি করলেও শারীরিক সমস্যার জন্য বর্তমানে আয়শূন্য তিনি। যে প্রতিষ্ঠানে চাকরি করতেন তিনি সেই জায়গা থেকেও সাহায্য পাননি তিনি। বর্তমানে কিছু পরিজনের অর্থ সহায়তায় চলছে জীবন।
আর্থিক কষ্টের কারণে আটকে রয়েছে তার অস্ত্রোপচার। যদি এগিয়ে আসেন কোনো সহৃদয় ব্যক্তি, যদি রাজীববাবু পান আর্থিক সাহায্য, তবে হয়তো জীবনটা বাঁচতে পারেন সুন্দরভাবে, সুস্থভাবে।