মহারাষ্ট্রর বিরুদ্ধে রেকর্ড ভাঙা সেঞ্চুরি সুদীপ কুমার ঘরামির।


২০২২ সালের বিজয় হাজারে ট্রফির তৃতীয় ম্যাচে মহারাষ্ট্র দলের মুখোমুখি হয়েছিল বাংলা।
প্রথমে ব্যাট করতে নেমে অধিনায়ক অভিমন্যু ঈশ্বরণ দ্রুত আউট হয়ে গেলে ইনিংসের হাল ধরেন অন্য ওপেনার সুদীপ কুমার ঘরামি এবং অনুষ্টুপ মজুমদার। যদিও অনুষ্টুপ বেশিক্ষণ স্থায়ী হননি, মাত্র ৩ বল খেলে ১ রান করে ফিরে যান অভিজ্ঞ মনোজ তিওয়ারিও, তাও ইনিংস ভালোভাবে ধরে রাখেন সুদীপ। একসময় দলগত ৬০ রানের মধ্যে তিনটি উইকেট পড়ে গেলে দলের খেলাকে এগিয়ে নিয়ে যান সুদীপ ঘরামি এবং ঋত্বিক রায়চৌধুরী। ব্যক্তিগত ইনিংসের ১১৭তম বলে শতক পূর্ণ করেন সুদীপ, যা তার লিস্ট এ কেরিয়ারের প্রথম। ঋত্বিক ২৯ রান করে ফিরে যাওয়ার পরে শাহবাজ আহমেদ এসে গুরুত্বপূর্ণ ৬৬ রান যুক্ত করেন দলের খাতায়। সুদীপ ১২৭ রানে আউট হলেও ঋত্বিক চ্যাটার্জী এসে কিছু ভালো শট খেলে করেন ২২।


ব্যাট করতে নেমে গীত পুরীর সামনে কিছুটা অসহায় রাহুল ত্রিপাঠি আউট হলেও ভালো পার্টনারশীপ হয় অভিজ্ঞ রুতুরাজ গাইকোয়ার এবং কেদার যাদবের মধ্যে। এরপর রুতুরাজ ৪০ রানে আউট এবং কেদার ৪২রানে অবসৃত হলে ইনিংস টেনে নিয়ে যান আজিম কাজী। উইকেটরক্ষক সৌরভ নাওয়ালে(৩৪) ছাড়া কেউ কোনো অবদান রাখতে পারেননি তার সঙ্গে। এরপর ইনিংসের তৃতীয় শেষ বলে যখন মাত্র ৪ রান বাকি তখন শাহবাজ আহমেদ আউট করেন সেঞ্চুরি করা আজিম কাজীকে(১০৬)। কিন্তু তাও হয়নি শেষরক্ষা। মুকেশ চৌধুরী দ্বিতীয় শেষ বলে একটা রান নিয়ে অপরপ্রান্তে গেলে যখন শেষ বলে তিন বাকি তখন রাজবর্ধন হাঙ্গার্গেকার ছক্কা মেরে জিতিয়ে দেন ম্যাচ।
এই সেঞ্চুরির সাথে সুদীপ কুমার ঘরামি হয়ে গেলেন বাংলার দ্বিতীয় ব্যাটার যিনি মহারাষ্ট্র দলের বিরুদ্ধে লিস্ট এ সেঞ্চুরি করেছেন। এর আগে অভিমন্যু ঈশ্বরণ সেঞ্চুরি করেছিলেন ২০১৭-১৮ মরশুমে।
এছাড়াও সুদীপ হলেন লিস্ট এ ক্রিকেটে এক ইনিংসে সর্বোচ্চ রান করার ক্ষেত্রে বাংলার পঞ্চদশ ব্যাটার।