আগামী ২০শে নভেম্বর থেকে লাহলিতে অনুষ্ঠিত হতে চলেছে ভারতের ঘরোয়া অনুর্ধ-২৫ ওয়ান ডে প্রতিযোগিতা।
সেই প্রতিযোগিতার জন্য আজ ১৬জন খেলোয়াড় নির্বাচিত করল সিএবি। প্রণব রায়কে প্রধান কোচ এবং পার্থসারথি ভট্টাচার্যকে কোচ নির্বাচিত করে দল গঠন করল বাংলা।
দলে ব্যাটার হিসেবে রয়েছেন অধিনায়ক কাজী জুনেইদ সৈফি, ইস্টবেঙ্গল ক্লাবের হয়ে গত মরশুমে অসাধারণ খেলা অঙ্কুর পাল। দিগন্ত নিয়োগী, রাণজ্যোৎ সিং খাইরা, অভিজিৎ ভগৎ এবং গৌরব সিং চৌহান।
কিপার হিসেবে বাংলা নির্বাচন করেছে টাউন ক্লাবের সুপ্রদীপ দেবনাথ এবং শাকির হাবিব গান্ধী। উল্লেখ্য গ্যাপ দিয়ে ভালো বাউন্ডারি মারতে পারা সুপ্রদীপ এবং হার্ড হিটার শাকির হাবিব গান্ধী দুজনেই সাদা বলের ক্রিকেটে অসাধারণ হয়ে উঠতে পারেন।
স্পিন বিভাগ মজবুত হয়েছে সব্যসাচী স্পিনার কৌশিক মাইতি আসায়। তার সঙ্গে থাকবেন গত বছর অনুর্ধ-১৯ খেলা অমৃত রাজ উপাধ্যায় এবং থাকছেন প্রয়াস রায় বর্মন।
পেস বোলিং বিভাগে নেতৃত্ব দেবেন দেবপ্রতিম হালদার। তার সঙ্গে থাকবেন গত বছর লিগে দারুণ খেলা বাঁহাতি পেসার দুর্গেশ দুবে। এছাড়াও রণিত ঘোষ এবং সন্দীপন দাস আছেন পেসার হিসেবে।