‘দ্য ড্রিম’ নিয়ে কতটা স্বপ্ন দীপ্তলোকের?

মহামেডান ক্লাবের হয়ে এই মরশুমে পাঁচটি লাল-বলের ম্যাচ খেলে করেছেন দুটি সেঞ্চুরি। এছাড়াও রয়েছে একটি ৮২ এবং ৪৭। মহামেডান ক্লাবের এই ওপেনার বিগত দশ বছর ধরে খেলছেন প্রথম ডিভিশন ক্রিকেট। খেলেছেন ইয়ং বেঙ্গল, আনন্দবাজার পত্রিকা, মহামেডান ইত্যাদি ক্লাবে। বাংলা অনুর্ধ-১৬ খেলেছিলেন এবং অনুর্ধ-১৯ দলে প্রথম তিরিশে সুযোগ পেলেও বাইক এক্সিডেন্ট তাঁর কাছ থেকে সেই সুযোগ কেড়ে নেয়। বাঁ পায়ে পাঁচবার অস্ত্রোপচার হওয়ায় বাদ যায় মালাইচাকি বা প্যাটেলা। সেই নিয়েই আজ আট বছর ময়দানে খেলছেন দীপ্তলোক চ্যাটার্জী।


তবে এবার ক্রিকেট খেলার পাশাপাশি তিনি মন দিয়েছেন অন্যদিকে। তিনি এবার আসতে চলেছেন রূপোলি পর্দায়। খুব শীঘ্রই মুক্তি পাচ্ছে তাঁর ছবি ‘দ্য ড্রিম’। কিভাবে তাঁর আসা এই সিলভার স্ক্রিনে? দীপ্তলোক বললেন “অনেক ক্রিকেটার থাকেন যাঁরা প্রথাগত ক্রিকেট জীবনের বাইরে বেরিয়ে একটু রিফ্রেশমেন্ট খোঁজেন। তাঁরা কেউ হয়তো বাইরে ঘুরতে যান বা কেউ অন্য কিছু করেন। এই একঘেয়েমি কাটানো যে কোনো পেশাতেই দরকার হয়। আমি ক্রিকেট জীবনের বাইরে বেরিয়ে তাই এই সিনেমায় অভিনয়তেই মন দিয়েছি।”


একটি ছেলে ক্রিকেটার হতে চায়। বাংলা, ভারত সব দলের হয়েই খেলতে চায়, এবং সেটাই তার উচ্চাকাঙ্খা। কিন্তু তার বাড়ির লোক চান যে সে পড়াশোনা করে বড় চাকরি করুক। এক্ষেত্রে তার বন্ধুরা কিভাবে তার স্বপ্নপূরণে সাহায্য করবে সেই নিয়েই তৈরী হয়েছে ‘দ্য ড্রিম’ ছবির কাঠামো।
মুখ্য চরিত্রে রয়েছেন দীপ্তলোক চ্যাটার্জী, নিশা পোদ্দার এবং কুন্তল ঘোষাল। ছবিটির পরিচালনার দায়িত্বে রয়েছেন বাপ্পাদিত্য নন্দী এবং রাজকুমার স্বাইন এবং প্রযোজনা করেছে এস. দেব এবং এমজিএম ফিল্মস এন্ড এন্টারটেইনমেন্ট। ছবিটির মেকআপ আর্টিস্ট অঙ্কিতা সিনহা এবং দেবলীনা দাস। এছাড়াও সঙ্গীত পরিচালক হিসেবে রয়েছেন সৌমাল্য দাস।
যদিও এখনো মুক্তির দিন ধার্য হয়নি তবে এই ছবি মুক্তি পেলে তা দর্শকের মন ছুঁয়ে যাবে এমনটাই আশা করা যায়।