শেষ লগ্নেও প্রথম একাদশ নির্বাচন নিয়ে দোদুল্যমানতা অব্যাহত ভারতীয় শিবিরে।স্লো টার্নারের কথা মাথায় রেখে তিনজন স্পিনার যে খেলবেনই তাতে কোন সন্দেহ নেই। কিন্তু অশ্বিন জাদেজার সঙ্গী হিসেবে অক্ষর পটেল ও কুলদীপ যাদব এর মধ্যে কার ভাগ্যে শেষ পর্যন্ত শিকে ছিঁড়বে সেই বার্তা এখনও স্পষ্ট নয়।টিম ম্যানেজমেন্ট এর অবশ্য প্রথম পছন্দ অক্ষর পটেল কারন বোলিং এর পাশাপাশি ব্যাট হাতেও তিনি কার্যকরী ভূমিকা পালনে সিদ্ধহস্ত।
যদিও বিগত বাংলাদেশ সফরে কুলদীপ ব্যাটিং এ নিজের দক্ষতা প্রমাণ করেছেন দ্রাবিড় রোহিত জুটি তাতে সাংঘাতিক প্রভাবিত এমন ইঙ্গিত এখনও পর্যন্ত নেই।কাজেই ব্যাটিং শক্তি বাড়ানোর তাগিদ প্রাধান্য পেলে অক্ষরের প্রথম এগারোয় থাকার কথা যদিও অধিনায়কের সাংবাদিক সম্মেলনে থেকে যেটুকু জানা গেল তাতে আগামীকাল সকালে পিচ এর চরিত্র বুঝে চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহনের সম্ভাবনাই বেশি।এদিকে বিদর্ভ ক্রিকেট অ্যাসোসিয়েশন এর বাইশ গজ নিয়ে ম্যাচ শুরুর আগেই অনভিপ্রেত বিতর্ক আপাতত তুঙ্গে। ভারতীয় টিম ম্যানেজমেন্ট এর নির্দেশে পিচ স্পিন বোলারদের মৃগয়াভূমিতে পরিণত করা হয়েছে এই মর্মে অষ্ট্রেলিয়া শিবিরের বেসরকারি অভিযোগে পরিস্থিতি কোন দিকে মোড় নেয় সে নিয়ে কৌতুহলী ক্রিকেটমহল।সাম্প্রতিক অতীতে লক্ষ্ণৌতে অনুষ্ঠিত টি টোয়েন্টি ম্যাচের বাইশ গজ নিয়ে একদফা বিতর্কের পর তার অবাঞ্ছিত পুনরাবৃত্তি সিরিজের সম্ভাব্য রোমাঞ্চে কোন নেতিবাচক প্রভাব ফেলে কিনা সেটাই আপাতত চর্চার বিষয়।