শিক্ষক দিবসে সৌরভ স্মরণ করলেন চ্যাপেল-কে, ব্যর্থতাকে বললেন সবচেয়ে বড় শিক্ষক

শিক্ষক দিবস নিয়ে বলতে গিয়ে সৌরভ স্মরণ করলেন তাঁর সমস্ত শিক্ষককে, দেবু মিত্র থেকে জন রাইট। বাদ গেলেন না ‘গুরু’ গ্রেগ-ও।

গ্রেগ চ্যাপেলের বিষয়ে বলতে গিয়ে বললেন, ২০০৩ বিশ্বকাপের ফাইনালে হারার পরেই ঠিক করে নিয়েছিলেন যে বছরের শেষে অস্ট্রেলিয়া সফরে গিয়ে জিতে ফিরতেই হবে আর সেই লক্ষ্যে বছরের মাঝামাঝি উড়ে গিয়েছিলেন ওই দেশেই, এক বিখ্যাত কোচের কাছে, যাঁর নাম গ্রেগ চ্যাপেল। সঙ্গে সৌরভ এটাও বলেন যে ওই সাত দিনের সফরে শেষে তিনি যখন ফেরত আসেন, তখন তিনি একজন অন্য স্তরের ব্যাটার। 

সৌরভের মতে জীবনের সবচেয়ে বড় শিক্ষক হলো ‘ব্যর্থতা’। প্রতিটা মানুষের জীবনের প্রতিটা স্টেজে আসে এবং যখনই আসে কিছু না কিছু শিখিয়ে যায়। তাঁর ব্যক্তিগত অভিজ্ঞতায় তাঁর জীবনেও ও ‘ব্যর্থতা’ নামক শিক্ষক বেশ কয়েকবার এসেছে আর যখনই এসেছে, তখনই তিনি আরও শক্তিশালী হয়ে ফেরত এসেছেন।