ঋদ্ধির পর কি এবার সুদীপ চ্যাটার্জী বাংলা ছাড়তে চলেছেন? জল্পনা সেরকমই।
গত ৩রা আগস্ট থেকে শুরু হয়েছে বাংলার সম্ভাব্য সিনিয়র দলের প্রাকমরসুম প্র্যাকটিস। তার দুদিন আগেই সিএবির তরফ থেকে এই মরসুমের জন্য ৪১ জনের সম্ভাব্য দল ঘোষণা করে। সেই দলে সুদীপের নাম থাকলেও তিনি এখনও প্র্যাকটিসে যোগ দেননি বলেই সূত্রের খবর।
শোনা যাচ্ছে বাংলার কোচ লক্ষ্মীরতন শুক্লা এই বিষয়ে তাঁর সঙ্গে যোগাযোগ করলেও সেই আলোচনায় কোন ইতিবাচক ফল হয়নি। হয়তো কয়েকদিনের মধ্যেই তিনি সিএবির কাছে এনওসি চাইবেন বলে শোনা যাচ্ছে।
বাংলার এই প্রতিভাবান ব্যাটার শেষ দুই মরসুমে সেভাবে রান না পেলেও একটা সময়ে তাঁকে বাংলার নির্ভরযোগ্য ব্যাট হিসেবেই ধরা হতো। তবে শেষ দুই বছরে খারাপ ফর্মের জন্য রনজি দলে অনেকটাই অনিয়মিত হয়ে পড়েছিলেন।