খুব কাছে এসেও কমনওয়েলথ গেমসে সোনা যেটা হলো না ভারতীয় মহিলা ক্রিকেট দলের। রুদ্ধশ্বাস ফাইনালে মাত্র নয় রানে ভারতকে হারিয়ে দিল অস্ট্রেলিয়া।
এদিন টসে জিতে প্রথমে ব্যাট করে অস্ট্রেলিয়া ১৬১ রান তোলে। জবাবে ব্যাট করতে নেমে শুরুতে দুই উইকেট হারালেও হরমনপ্রীত কৌর এবং জেমাইমা রদ্রিগেজের ব্যাটিং ভরসা যোগায় ভারতীয় ইনিংসকে। কিন্তু শেষ পাঁচ ওভারে অস্ট্রেলিয়ার নিয়ন্ত্রিত বোলিং এবং ফিল্ডিংয়ের সামনে শেষ হয়ে যায় ভারতের যাবতীয় লড়াই। এদিন ভারতীয় দলের বোলিং পরিবর্তনে হয়তো আর একটু মুন্সিয়ানা দেখানো সম্ভব ছিল বলে অনেকে মনে করেন।
তবে সোনা জিততে না পারলেও পুরো প্রতিযোগিতায় ভারতীয় দলের এই পারফরম্যান্স যথেষ্ট কৃতিত্বের। ভারতীয় দলকে অভিনন্দন জানিয়েছেন স্বয়ং রাষ্ট্রপতি। এছাড়াও অভিনন্দন জানিয়েছেন বোর্ড সভাপতি সৌরভ গাঙ্গুলি, সচিব জয় শাহ সহ অনেক প্রাক্তন খেলোয়াড়।