এশিয়া কাপের জন্য প্রত্যাশা মতোই দল ঘোষণা করলো বিসিসিআই। বিশ্রাম পর্ব শেষ করে ফিরলেন বিরাট এবং চোট কাটিয়ে কেএল রাহুল। একই সঙ্গে চোটের জন্য ছিটকে গেলেন জসপ্রীত বুমরা।
বাকি দলে কোন চমক নেই। চোট সমস্যায় অবশ্য ছিটকে গেছেন হর্শল প্যাটেল-ও। ফলে স্ট্যান্ড বাই হিসেবে আছেন শ্রেয়স আইয়ার, দীপক চাহার, অক্ষর প্যাটেল।
পুরো দল – রোহিত শর্মা (অধিনায়ক), কেএল রাহুল (সহ অধিনায়ক), বিরাট কোহলি, সূর্য্কুমার যাদব, দীপক হুডা, ঋষভ পন্থ, দীনেশ কার্তিক, হার্দিক পান্ডিয়া, রবীন্দ্র জাদেজা, রবি অশ্বিন, চাহাল, রবি বিশ্নোই, ভুবনেশ্বর কুমার, অর্শদীপ সিং আবেশ কুমার।