ফাইনালের আগে অভিনন্দন এবং শুভেচ্ছার বন্যায় ভাসছেন হরমনপ্রীতরা

সোনার লড়াইয়ে নামার আগে অভিনন্দনের বন্যায় ভাসছে ভারতীয় মহিলা ক্রিকেট দল। বোর্ড সচিব জয় শাহ এটাকে ঐতিহাসিক মুহূর্ত বলে আখ্যা দিয়ে বলেছেন, ‘আমরা সকলে গর্বিত। তবে এবার লক্ষ্য হোক সোনা’।

টুইট করে অভিনন্দন জানিয়েছেন যুবরাজ সিং, ভেঙ্কটেশ প্রসাদ, ইরফান পাঠান, বীরেন্দ্র শেহবাগ সহ আরও অনেকে। প্রসাদ সেমিফনালের শেষ কয়েক ওভারের লড়াইকে অসাধারণ আখ্যা দিয়ে বলেছেন ‘এবার সোনার জন্য প্রার্থনা করা হোক’।

শেহবাগও স্নেহ রানা এবং দীপ্তি শর্মার শেষ কয়েক ওভারকে ‘স্পেকটাকুলার’ বলে অভিহিত করেছেন। আবার মিতালী রাজের মতে স্নেহ রানার ডেথ ওভারের বোলিং, দীপ্তি শর্মার অলরাউন্ড পারফরম্যান্সের পাশাপাশি বিশেষভাবে উল্লেখযোগ্য স্মৃতি মান্ধানার ঝোড় ইনিংস। 

তবে এসবের মাঝেই হরমনপ্রীতদের রাত পোহালেই সোনার লড়াইয়ে নেমে পড়তে হবে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে, যাদের কাছে হেরে কমনওয়েলথ গেমস অভিযান শুরু হয়েছিল ভারতের। বার্মিংহ্যাম রওনা হওয়ার আগে হরমনপ্রীত, স্মৃতি মান্ধানারা বারবার বলেছিলেন যে নীরজ চোপড়ার সোনা জয়ের পর পোডিয়ামে জাতীয় সঙ্গীত বাজার মুহূর্ত কীভাবে তাঁদের অনুপ্রাণিত করেছে, তাঁরাও একই মুহূর্তের সাক্ষী হতে চান, সেটাই তাঁদের লক্ষ্য। এখন সেই লক্ষ্য পূরণের মাঝে এখন শুধু একটা ম্যাচ, ৪০টা ওভার! এই ৪০টা ওভার প্রতিপক্ষকে টেক্কা দেওয়াটাই এখন একমাত্র লক্ষ্য।