ভারতের অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ জয়ীরা আইপিএলে ব্রাত্য!

অনূর্ধ্ব-১৯ ভারতীয় দলে খেলা অনেক তারকা ক্রিকেটার দেশকে বিশ্বকাপ জিতিয়েও আইপিএলে বঞ্চিত। আইপিএলের বেঞ্চে হতাশ হয়ে বসেই সময়টা তাঁরা কাটিয়ে দিলেন। একবার চোখ বোলানো যাক তাঁদের কয়েকজনের ওপর।

অনূর্ধ্ব-১৯ ভারতীয় দলের বিশ্বকাজয়ী অধিনায়ক ইয়াশ ধুল তো এবারের আইপিএল খেলার সুযোগই পেলেন না। অথচ যুব বিশ্বকাপে দুর্দান্ত পারফরম্যান্স করে চার ম্যাচে ২২৯ রান করেছিলেন। এবার দিল্লি ক্যাপিটালস তাঁকে ৫০ লাখ টাকায় দলে নিয়েছিল।

ইয়াশ ধুলের মতো রাজবর্ধন হাঙ্গার্গেকর-এরও ভারতের অনূর্ধ্ব-১৯ দলের বিশ্বকাপ জয়ে গুরুত্বপূর্ণ অবদান ছিল। টুর্নামেন্টে তিনি ৫ উইকেট নিয়েছিলেন। এবার চেন্নাই সুপার কিংস তাঁকে ৩০ লাখ টাকায় দলে নিয়েছিল।

২৫২ রান, সঙ্গে ৯ উইকেট নিয়ে বিশ্বকাপে রাজ বাওয়া তো তাণ্ডব চালিয়ে ছিলেন। ২০ লাখ টাকায় এই অল-রাউন্ডারকে দলে নিয়েছিল পাঞ্জাব কিংস। তবে পাঞ্জাব তাঁকে মাত্র দুটি ম্যাচে খেলিয়েছে। একটি ম্যাচে তিনি খাতা খুলতে পারেননি। আরেকটিতে করেছিলেন ১১ রান।

অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপজয়ী দলের আরেক ক্রিকেটার অনীশ্বর গৌতমকে আরসিবি দলে নিয়েছিল ২০ লাখ টাকায়। কিন্তু আইপিএলের বেঞ্চে বসেই কেটে গেল অনীশ্বরের। একটা সুযোগ মিলল না।

অনূর্ধ্ব-১৯ দলের আরেক ক্রিকেটার ভিকি ওস্তওয়াল যিনি এবারের বিশ্বকাপে ভারতের সর্বোচ্চ উইকেট শিকারী। এই বাঁ-হাতি স্পিনার নিয়েছিলেন ১২ টি উইকেট। এবার দিল্লি ক্যাপিটালস তাঁকে ২০ লাখ টাকায় দলে নিয়েছিল। অক্ষর প্যাটেলের বদলে তাঁকে একটি ম্যাচেও খেলায়নি দিল্লি।