মুকুটে আরো একটি পালক শুভ্র জোয়ারদারের


ক্রিকেট নিয়ে তার স্বপ্ন ছিলো দীর্ঘদিনের। হতে চেয়েছিলেন একজন পেশাদার ক্রিকেটার। কিন্তু একটি দুর্ঘটনা আকস্মিকভাবে কেড়ে নেয় তার ডান পা। ২০০৮ সালে তাঁর সাথে হওয়া সেই বাইক দুর্ঘটনা তাঁকে প্রায় মৃত্যুর দিকে ঠেলে দিয়েছিলো, কিন্তু ভাগ্য সুপ্রসন্ন থাকায় ফিরে আসেন তিনি।
তবে তিনি ছাড়তে চাননি ক্রিকেটকে, ক্রিকেটও হয়তো চায়নি তাঁকে ছাড়তে। কৃত্রিম পা লাগিয়ে শুভ্র নেমে পড়েছিলেন ক্রিকেটে। দীর্ঘ লড়াইয়ের পরে ২০১৯ সালে তাঁকে স্বীকৃতি দেয় ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল। এরপরে তিনি খেলেন ভারতের প্রতিবন্ধী দলের হয়ে। ২০১৯ সালের ১২ই মার্চ, নেপালের প্রতিবন্ধী দলের বিরুদ্ধে টিটোয়েন্টি ম্যাচ খেলে ৫৫ বলে ৮টি চার ও ১টি ছক্কার সাহায্যে করেন ৮৫।


এরপরে দুবাইতে হওয়া ‘দিব্যাঙ্গ প্রিমিয়ার লিগ’ খেলেন তিনি এবং কলকাতা নাইট ফাইটার্স দলের হয়ে খেলেন এবং সেই দলের অধিনায়কও ছিলেন।
সেই খেলোয়াড় শুভ্র জোয়ারদারকে আজ পুরস্কৃত করা হচ্ছে রাজীব গান্ধী গ্লোবাল এক্সসেলেন্স অ্যাওয়ার্ড দিয়ে। তার কারণ ভারতীয় দলের হয়ে তাঁর দুর্দান্ত পারফরমেন্স। ভারতীয় দলের হয়ে তিনি অধিনায়কত্ব করে জিতিয়েছেন অনেক ম্যাচ এবং খেলেছেন গুরুত্বপূর্ণ ইনিংস।
“উইলোর উইল” এর পক্ষ থেকে অনেক অভিনন্দন শুভ্র জোয়ারদারকে।