১৯৯ এর কাঁটায় আটকালেন ম্যাথিউস

নায়িম হাসানকে অন-সাইডে স্লগ করতে গিয়েছিলেন। কিন্তু সেই স্লগটি একেবারে দিকশূন্য হয়ে যাওয়ায় স্কোয়ার-লেগে একটি সহজ ক্যাচ ধরে ফেলেন শাকিব-আল-হাসান। সেই সঙ্গেই হলো অ্যাঞ্জেলো ডেভিস ম্যাথিউসের দ্বিতীয় টেস্ট দ্বিশতকের স্বপ্নভঙ্গ এবং তাও কিনা মাত্র এক রানের জন্য।

বাংলাদেশের বিরুদ্ধে চট্টগ্রামে দ্বিপাক্ষিক সিরিজের প্রথম টেস্ট খেলতে নেমেছে শ্রীলংকা এবং সেই ম্যাচে প্রথমে ব্যাট করতে নেমে অসাদা ফের্নান্দো এবং দিমুথ করুনারত্নে আউট হলে তাঁদের করা কিছু রানের দৌলতে ২ উইকেট খুইয়ে শ্রীলংকা পৌঁছয় ৬৬ রানে। এরপরে ক্রিজে এসে অ্যাঞ্জেলো ম্যাথিউস খেলেন একটি দুর্দান্ত ইনিংস। সেই ইনিংসে তাঁকে যোগ্য সঙ্গত দেন একমাত্র কুশল মেন্ডিস (৫৪) এবং দীনেশ চন্ডিমল (৬৬)। শ্রীলংকার ৩৯৭ রানের মধ্যে ১৯৯ রান অর্থাৎ অর্ধেক রান করেছেন একা ম্যাথিউস।

এই নিয়ে ম্যাথিউস হলেন টেস্ট ক্রিকেটের ইতিহাসে দ্বাদশ ব্যাটার যিনি ১৯৯ স্কোরে আউট হলেন। এর আগে (১) ১৯৮৪ সালে মুদাসার নজর, (২) ১৯৮৬ সালে মহম্মদ আজহারউদ্দিন, (৩) ১৯৯৭ সালে ম্যাথিউ এলিয়ট, (৪) ১৯৯৭ সালে সনৎ জয়সূর্য, (৫) ১৯৯৯ সালে স্টিভ ওয়, (৬) ২০০৬ সালে ইউনিস খান, (৭) ২০০৮ সালে ইয়ান বেল, (৮) ২০১৫ সালে স্টিভ স্মিথ, (৯) ২০১৬ সালে লোকেশ রাহুল, (১০) ২০১৭ সালে ডিন এলগার এবং (১১) ২০২০ সালে ফ্যাফ দুপ্লেসি নিজেদের নাম যোগ করেছিলেন এই লিস্টে এবং আজ যুক্ত হলেন ম্যাথিউস। ২০০১ সালে অ্যান্ডি ফ্লাওয়ার ও ২০১২ সালে কুমার সাঙ্গাকারা ১৯৯ রানে নট আউট থেকে গেছেন দল অল-আউট হয়ে যাওয়ার কারণে।

এছাড়া ম্যাথিউস হলেন প্রথম ব্যাটার যিনি টেস্ট ক্রিকেটে ৯৯ ও ১৯৯ রানে আউট হলেন। এর আগে ২০০৯ সালে ব্রেবোর্ন স্টেডিয়ামে ভারতের বিরুদ্ধে ৯৯ রানে আউট হন ম্যাথিউস। স্টিভ ওয় ১৯৯৫ সালে ৯৯ রানে অপরাজিত ছিলেন, শেষ ব্যাটার ক্রেগ ম্যাকডার্মট রান-আউট হয়ে গেলে যিনি আহত থাকায় তাঁর রানার ছিলেন মার্ক ওয়।

দ্বিতীয় দিনের শেষে মাহমুদুল হাসান জয়ের ৩১ ও তামিম ইকবালের ৩৫ এর সাহায্যে বাংলাদেশ বিনা উইকেট হারিয়ে ৭৬।