বেশ কিছু রেকর্ড করলেন রুতুরাজ।

গতকাল চেন্নাই সুপার কিংস বনাম গুজরাট টাইটান্স ম্যাচে মহম্মদ শামির বলে ডেভন কনওয়ে ফিরে গেলে ইনিংসের হাল ধরেন রুতুরাজ দশরথ গায়কোয়াড়।

এই নিয়ে এই ইনিংসটি আইপিএল ক্রিকেটে তাঁর ৩৫তম ইনিংস এবং ৩৫টি ইনিংস শেষে সর্বমোট ১,২০৫ রান সংগ্রহ করেছেন রুতুরাজ। এই নিয়ে এই ১,২০৫ রান কোনো ব্যাটারের আইপিএলে প্রথম ৩৫ ইনিংসের পরে করা সর্বোচ্চ রান। গতকালের আগে এই লিস্টের শীর্ষস্থানে ছিলেন শচীন তেন্ডুলকার। ৩৫ ইনিংসে ১,১৭০ রান করেছিলেন তিনি, এবং দ্বিতীয় স্থানে ছিলেন ১,০৮৫ রান করা ঋষভ পন্থ। দুজনকেই ছাপিয়ে গেলেন রুতুরাজ।

৩৫তম ইনিংসের পরে আইপিএলে মোট ১১টি পঞ্চাশোর্ধ স্কোর করেছেন রুতুরাজ যা এই লিস্টে তাঁকে যুগ্মভাবে তৃতীয় স্থানে রেখেছে ক্রিস গেইল, কেন উইলিয়ামসনের সঙ্গে। এই লিস্টে সর্বপ্রথম হলেন ১৪টি হাফ-সেঞ্চুরি করা শন মার্শ। ১২টি হাফসেঞ্চুরি করে দ্বিতীয় স্থানে রয়েছেন লেন্ডল সিমন্স।

রুতুরাজের গতকালের অর্ধশতক আসে ৪৪টি বল খেলার পরে এবং এটি এই আইপিএলের দ্বিতীয় মন্থরতম হাফ-সেঞ্চুরি। বিরাট কোহলির ৪৫ বলে হাফ-সেঞ্চুরির পরে এটি দ্বিতীয় স্থানে আছে। অপরদিকে একই ম্যাচে ৪২ বলে হাফ-সেঞ্চুরি করে চতুর্থ স্থানে গুজরাট টাইটান্স দলের ঋদ্ধিমান সাহা।

৩৫টি আইপিএল ইনিংস শেষে রুতুরাজের ঝুলিতে এখন একটি কমলা টুপি, একটি ইমার্জিং ক্রিকেটার অ্যাওয়ার্ড এবং আটটি প্লেয়ার-অফ-দ্য-ম্যাচ অ্যাওয়ার্ডও রয়েছে।