কুশলের কাছেই হেরে গেল আয়ারল্যান্ডও


লক্ষ্যটা খুব বড় ছিল না। আর ছিল না বলে শ্রীলঙ্কার সুযোগ ছিল দ্রুত জিতে রান রেট বাড়িয়ে নেওয়ার।

আর সুপার টুয়েলভের প্রথম ম্যাচে আজ আয়ারল্যান্ডের বিপক্ষে সে কাজটিই করেছে শ্রীলঙ্কা। আইরিশদের তোলা ১২৮ রান ৫ ওভার রেখে দিয়ে ৯ উইকেটের বড় ব্যবধানে জিতেছে দাসুন শানাকার দল।

৪৩ বলে ৬৮ রানে অপরাজিত ছিলেন কুশল মেন্ডিস, গ্রুপ পর্বের শেষ ম্যাচে যিনি ডাচদের বিপক্ষেও খেলেছিলেন ম্যাচজেতানো ইনিংস। ৭০ রানের অবিচ্ছিন্ন জুটিতে কুশলের সঙ্গে ২২ বলে ৩১ রানে অপরাজিত ছিলেন চারিত আশালঙ্কা।

বড় এই জয়ে গ্রুপ–১ এ পয়েন্ট তালিকার দ্বিতীয় স্থানে উঠে গেছে শ্রীলঙ্কা। রান রেট ২.৪৬৭। ৪.৪৫০ রান রেট নিয়ে শীর্ষে নিউজিল্যান্ড। একই কারণে পিছিয়ে থাকায় ইংল্যান্ড আছে তিন নম্বরে।