মেলবোর্নের রোমাঞ্চের পর রোমাঞ্চ, শেষ পর্যন্ত কোহলির কাছে হার মানল পাকিস্তান

সব সময়ই ঘড়ির পেন্ডুলামের মতন দুলেছে পাকিস্তান ভারত ম্যাচ।একবার পাকিস্তানের দিকে হেলে তো একবার ভারতের দিকে। রবিচন্দ্রন অশ্বিন না মহম্মদ নওয়াজ, ভারত না পাকিস্তান? এমসিজি গ্যালারির ৯০ হাজারের বেশি দর্শকের সঙ্গে রুদ্ধশ্বাস উত্তেজনায় টিভির সামনে বসা কোটি দর্শক। তবে বিরাট কোহলির অমন বীরত্বের পর ভারত না জিতলে যেন অবিচারই হতো। শেষ ওভারে মনে হচ্ছিল ম্যাচটা গড়াবে সুপার ওভারে। কিন্তু হলো না।


মিডঅফের ওপর দিয়ে বল উড়িয়ে অশ্বিন ছুট দিলেন। কোহলি জড়িয়ে ধরলেন রবিচন্দ্রন অশ্বিনকে।ভারত পেয়ে গেল ৪ উইকেটের অবিস্মরণীয় জয়।

যে জয়ের মূল নায়ক কোহলি। পাকিস্তানের ১৫৯ রান তাড়ায় ৩২ রানে ৪ উইকেট হারিয়ে ফেলেছিল ভারত। এরপরও যে ম্যাচের শেষ বলে জয়ের হাসি হাসল ভারত, তার কৃতিত্ব কোহলির ৫৩ বলে ৮২ রানের দুর্দান্ত ইনিংসের। এ নিয়ে চতুর্থবার টি–টোয়েন্টিতে ম্যাচের শেষ বলে জিতল ভারত।

জয়ের জন্য শেষ ওভারে ১৬ দরকার ছিল ভারতের। নওয়াজের প্রথম বলেই বল আকাশে তুলে বাবর আজমের সহজ ক্যাচ হন হার্দিক পান্ডিয়া। পরের বলে দীনেশ কার্তিক সিঙ্গেল নিলে লক্ষ্যটা হয়ে যায় আরও বড়। ৪ বলে ১৫ রান। কিন্তু বিরাট কোহলি যে আজ মাঠে!

তৃতীয় বলটি লং অনে পাঠিয়ে নিলেন ২ রান। পরের বলটিতে নওয়াজ দিলেন কোমর–উচ্চতার ‘নো’। কোহলি বানালেন ছয়। নিমিষেই লক্ষ্য নেমে আসে ৩ বলে ৭ রানে। নেওয়াজ ওয়াইড আর অতিরিক্ত ‘বাই’ থেকে আরও তিন রান এলে জয় চলে আসে ভারতের মুঠোয়।