টিটোয়েন্টি বিশ্বকাপের সুপার ১২ এর ম্যাচে শ্রীলংকার বিরুদ্ধে করোনা পজিটিভ হয়ে খেলতে নামলেন আইরিশ ক্রিকেটার জর্জ ডকরেল।
মিডিয়া রিলিজে আয়ারল্যান্ড ক্রিকেট ডকরেলকে “পোটেনশিয়ালি পজিটিভ” বলে উল্লেখ করেছে।
যদিও তার আগে ক্রিকেট আয়ারল্যান্ড আইসিসির মুখ্য মেডিকেল অফিসার, শ্রীলংকা দল এবং স্টেডিয়াম কর্মীদের জানিয়ে দিয়েছিল ডকরেলের অসুস্থতার কথা। আয়ারল্যান্ড বোর্ড এও জানিয়েছে যে ডকরেল খুব মৃদু উপসর্গ নিয়ে আক্রান্ত হয়েছেন।
আজ ম্যাচ খেললেও ডকরেল দলের অন্য সদস্যদের সঙ্গে থাকতে বা যাওয়া-আসা কোনোটাই করতে পারবেন না। তবে করোনা পসিটিভ হওয়ার জন্য ডকরেলের খেলা বা ট্রেনিং কোনোটাতেই নিষেধাজ্ঞা জারি করা হয়নি।
আজ ছয় নম্বরে ব্যাট করতে নেমে ১৬ বলে ১৪ রান করে মহেশ তীক্ষানার বলে আউট হন ডকরেল।