আজ অর্থাৎ ১৬ই এপ্রিল হলো ESA দিবস। অর্থাৎ ‘এডুকেশন এবং স্পোর্টস ফর অল’ দিবস। সেই উপলক্ষে একটা অভিনব উদ্যোগ নিয়েছে মুম্বাই ইন্ডিয়ান্স।
সদ্য সমাপ্ত হয়েছে মহিলা প্রিমিয়ার লিগ। সেই লিগের প্রথম সংস্করণ জিতে নিয়েছে হরমনপ্রীত কৌরের মুম্বাই ইন্ডিয়ান্স মহিলা দল। আজ কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে ঘরের মাঠ ওয়াংখেড়ে স্টেডিয়ামে খেলতে নামার আগে সেই চ্যাম্পিয়ন হওয়া মহিলা দলের জার্সি পড়েই খেলতে নামবে মুম্বাই ইন্ডিয়ান্সের পুরুষ দল। সেই সঙ্গে এটাও উল্লেখ্য যে আজ টসের সময় মাঠে রোহিত শর্মার সঙ্গে উপস্থিত থাকবেন হরমনপ্রীত কৌর।
মুম্বাই ইন্ডিয়ান্সের তরফে একটি বিবৃতিতে জানানো হয়েছে যে শিক্ষা এবং খেলাকে সর্বস্তরে ছড়িয়ে দিতেই এই অভিনব উদ্যোগ নিয়েছে মুম্বাই ইন্ডিয়ান্স। সেই পরিপ্রেক্ষিতে দেখতে গেলে আজ একটি ঐতিহাসিক দিন হতে চলেছে ভারতীয় ক্রিকেট এবং আইপিএলের জন্য।
বর্তমানে আইপিএল ২০২৩ এর পয়েন্টস টেবিলে ৩ ম্যাচ থেকে ২ পয়েন্ট সংগ্রহ করে নবম স্থানে রয়েছে রোহিতের মুম্বাই ইন্ডিয়ান্স। আজ কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে একটি ঘুরে দাঁড়ানোর লড়াই তাদের।