ইডেনে নামছেন না সৌরভ

সৌরভ গাঙ্গুলির অনুরাগীদের জন্য খারাপ খবর। সম্ভবত লেজেন্ডস লিগে ব্যাট হাতে বাইশ গজে নামছেন না মহারাজ। ইডেনে ১৬ সেপ্টেম্বর শুধু ব্যাট হাতে নামাই নয়, ভারতীয় মহারাজা একাদশকে নেতৃত্বও দেওয়ার কথা ছিল সৌরভের।

কিন্তু শোনা যাচ্ছে ওই ম্যাচ থেকেই নিজেকে সরিয়ে নিয়েছেন বিসিসিআই সভাপতি। এই ম্যাচ নিয়ে দর্শকদের মধ্যে একটা আগ্রহ তৈরি হয়েছিল। ক্রিকেট থেকে অবসরের পর ‘‌প্রাক্তন’ হিসেবে কয়েকটা প্রদর্শনী ম্যাচে আগেও অংশ নিয়েছিলেন সৌরভ। সম্প্রতি তিনি নিজেও জানিয়েছিলেন প্রস্তুতি নিয়েই ইডেনে নামতে চান। কয়েকদিন আগে সিএবি–তে বোর্ড সভাপতির সঙ্গে দেখা করতে গিয়েছিলেন বাংলার নতুন কোচ লক্ষ্মীরতন শুক্লা। তাঁকেও সৌরভ জানিয়েছিলেন, বাংলা দলের সঙ্গেই সেরে নেবেন অনুশীলন। বাংলার ক্রিকেটারদের সঙ্গে অনুশীলন করছেন সৌরভ, এই দৃশ্য দেখার অপেক্ষায় ছিলেন সংবাদমাধ্যমের প্রতিনিধিরাও। কিন্তু সেই আশায় জল। সূত্রের খবর, শুধুমাত্র প্রাক্তন ক্রিকেটার হিসেবে লেজেন্ডস লিগের ম্যাচে অংশ নিতে অসুবিধে ছিল না সৌরভের। কিন্তু তিনি এখন ভারতীয় বোর্ডের শীর্ষপদে আসীন। তাই কোনও সংস্থা পরিচালিত এই ধরনের টুর্নামেন্টে মাঠে নামলে বিতর্ক তৈরি হতে পারে ভেবেই হয়তো সরে দাঁড়াচ্ছেন সৌরভ গাঙ্গুলি। ‌