“শীর্ষে ওঠা যায়, কিন্তু শীর্ষস্থান ধরে রাখাই আসল ব্যাপার।”- আব্দুল মোনায়েম


ভবানীপুর ক্লাবে পনেরো বছর যুক্ত আছেন আব্দুল মোনায়েম। ২০০৭ সাল থেকে আজ অবধি ক্লাবের সাথে যুক্ত থেকে সিএবি ফার্স্ট ডিভিশন লিগ, ওয়ান ডে টুর্নামেন্ট, জেসি মুখার্জী ট্রফি, এ. এন ঘোষ ট্রফি- সব ট্রফিতেই নিজের আধিপত্য বিস্তার করেছেন তিনি। চলতি বছরের টিম নিয়ে কি বলছেন তিনি? সরাসরি ইন্টারভিউতে মুখোমুখি আব্দুল মোনায়েম:-
প্রশ্ন:- টিমে বেশ কিছু পরিবর্তন এসেছে। কিভাবে দেখছেন?


আব্দুল মোনায়েম:- আমাদের যেমন ভালো প্লেয়ার এসেছে, তেমনি ভালো প্লেয়ার চলেও গিয়েছে। উদাহরণ অগ্নিভ পান, গতবছর ভালো ফর্মে ছিল। ওর অভাব পূরণ করার জন্য আমরা এই বছর বিবেক সিংকে নিয়েছি, কিপিং করতে পারে। ঋত্বিক চ্যাটার্জী সম্পর্কে তোমরা সবই জানো। দুর্দান্ত প্লেয়ার, আগেও এই ক্লাবে খেলে গিয়েছে। ওর নিজের ঘরে ফেরা তুমি বলতে পারো। বিবেক প্রথম খেলছে। আমরা বরাবর খুব আগ্রাসী ক্রিকেট খেলি, সেইখান থেকে আমি ভাবতাম অভিষেক দাস আর বিবেক সিং একসঙ্গে খেললে কিরকম দেখাবে। সেটা এবার হতে পারে,ওরা যেদিন ফর্মে থাকবে যে কোনো রান তাড়া করা সহজ হয়ে যায়। এইবছর আমরা বিনীত মৌর্যকে পেয়েছি প্রয়াস রায় বর্মনের পরিবর্তে। খুব প্রতিভাবান লেগ স্পিনার-ব্যাটার। বিশ্বজিৎ মিশ্র এসেছে, খুব জোরে বল করে। সঙ্গে জোরে বোলার রবিকান্ত সিং, অর্ক সরকার, দুর্গেশ দুবে রয়েছে। সব মিলিয়ে ভবানীপুর বেশ ভালো দল।
আমি মনে করি যে শীর্ষে ওঠা যায় কিন্ত সেটা ধরে রাখা খুব গুরুত্বপূর্ণ। তার জন্য অনেক কষ্ট করতে হয়, তাই ম্যাচ বাই ম্যাচ এগোতে হয়। ভবানীপুর ভালো টিম। কিন্ত ধরে রাখা দরকার। এ গ্রুপের খেলায় এবার কালীঘাট আর কাস্টমস উঠে এসেছে ফলে আরো প্রতিযোগিতা বাড়বে। তুমি জানো আমরা কোনো ক্লাবকে ছোট করে দেখিনা। খুব ছোট টিমের সঙ্গেও সিরিয়াস খেলি কারণ ক্রিকেট এটাই আমাদের শিখিয়েছে। আমরা ভালো খেলার জন্য মুখিয়ে আছি, টিম নিয়ে আমি খুশি।
প্রশ্ন:- অলোক প্রতাপ সিং এর পরিবর্তে বিশ্বজিৎ মিশ্র- একটু অভিজ্ঞতা কম হয়ে গেল না?
আব্দুল মোনায়েম:- অবশ্যই। অলোকের পরিবর্ত খুব কমই আছে। তবে ছোটদের সুযোগ দেওয়া হয় এবং অলোক কিন্ত অনেক ছোট বয়সে এসেছে, বিশ্বজিৎকেও খেলতে হবে। তুমি যদি দেখো আমাদের ব্যাটিং ঋত্বিক আসায় আরো স্ট্রং হয়েছে, সঙ্গে আমির গনি, পিপি(প্রদীপ্ত প্রামানিক) রয়েছে। দুর্গেশ সিজন ক্যাম্পেইনার, বড়ো ম্যাচে ভালো খেলে। সব মিলিয়ে দল খারাপ না, তবে অলোকের অভাব হবে।
প্রশ্ন:- আপনাদের বাঁহাতি স্পিনার বেশ ভালো। পিপি আর বলকেশ যাদব।
আব্দুল মোনায়েম:- আমাদের স্পিনিং অ্যাটাক কিন্ত ময়দানে অন্যতম সেরা। তুমি যদি দেখো শাহবাজের পরেই রয়েছে প্রদীপ্ত। দুজন বাংলার অফস্পিনার আমাদের। ঋত্বিকের স্পিন রয়েছে। তবে ওর একটা আইপিএল খেলার ব্যাপার রয়েছে। সব মিলিয়ে বেশ ভালো।


প্রশ্ন:- আপনাদের ব্যাটিং অ্যাটাক নিয়ে কি বলবেন?
আব্দুল মোনায়েম:- আগেরবারের থেকে একটু ভালো হয়েছে আমি বলবো। ঋত্বিক অসম্ভব অভিজ্ঞ, বিবেক ম্যাচ উইনার। আমাদের প্রথম চার ব্যাটার অভিষেক দাস, অভিষেক রমণ, কৌশিক ঘোষ, সন্দীপন দাস- চারজনেই গত মরশুমে দুর্দান্ত ছিল। এবার ঋত্বিক, বিবেককে নিয়ে আরো সমৃদ্ধ। অলরাউন্ডার হিসেবে ঋত্বিক, গনি, বিশ্বজিৎ রয়েছে। সব মিলিয়ে বেশ ব্যালান্সড সাইড। ক্রিকেট খেলা বলেই আমি আগে থেকে মন্তব্য করতে চাইছিনা তবে ভালো খেলবো এই আশা রাখি।
প্রশ্ন:- অমিত সাঁতরাকে নিয়ে কি বলবেন?
আব্দুল মোনায়েম:- অমিত সাঁতরা খুব ভালো প্লেয়ার। অমিত সাঁতরা কিন্ত এবার অগ্নিভ পান না থাকায় আমাদের প্রথম কিপার হয়ে গেল। সুতরাং ওর সামনে একটা বড়ো সুযোগ কারণ কয়েকটা টিটোয়েন্টি ম্যাচে হয়তো আমরা বিবেককে দিয়ে কিপ করবো, কিন্ত অন্য ম্যাচে থাকবে অমিত সাঁতরাই।