আইপিএলে আগামী মরশুমে সানরাইজার্স হায়দরাবাদের কোচ হলেন ক্যারিবিয়ান কিংবদন্তি ব্রায়ান লারা। গতবার খারাপ পারফরমেন্সের জন্য এই ফ্র্যাঞ্চাইজি সরিয়ে দিল আগের কোচ টম মুডিকে। নতুন কোচের নাম শনিবার নিজেদের অফিসিয়াল টুইটার হ্যান্ডেলে জানিয়েছে হায়দরাবাদ।
গতবার পয়েন্ট টেবিলে হায়দরাবাদ ছিল আট নম্বরে। তবে গতবার লারাও জড়িয়ে ছিলেন হায়দরাবাদের সঙ্গে। তাঁকে রাখা হয়েছিল দলের স্ট্র্যাটেজিক অ্যাডভাইজার এবং ব্যাটিং কোচ হিসেবে। ২০১৩ থেকে ২০১৯, এই সময়ের মধ্যে মুডির কোচিংয়েই পাঁচবার আইপিএল প্লে অফে পৌঁছেছিল হায়দরাবাদ। তার মধ্যে চ্যাম্পিয়ন হয়েছিল ২০১৬ সালে। ২০১৮–য় রানার্স। একটি ক্রিকেট ওয়েবসাইটকে মুডি বলেছেন, ‘একটা দারুণ সফর শেষ হল। ওদের (হায়দরাবাদ) জন্য আমার অনেক শুভেচ্ছা রইল।’ কোচ হিসেবে অবদানের জন্য টম মুডিকেও ধন্যবাদ জানিয়েছে সানরাইজার্স হায়দরাবাদ কর্তৃপক্ষ।